
পটনা: বিহারে এসআইআর শেষ। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকা থেকে নাম বাদ পড়েছে ৬৫ লক্ষের, যারা এর আগে ভোটার হিসাবে নথিভুক্ত ছিলেন। আশঙ্কা ছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই আপত্তির ঝড় উঠবে, বিক্ষোভ-প্রতিবাদ হতে পারে। তবে তেমনটা কিছুই হয়নি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিন দিন কেটে গেলেও বিহারে কোনও রাজনৈতিক দলের তরফে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর কারোর যদি নাম বাদ পড়ে বা কোনও নাম বাদ দেওয়া হয়, তাহলে তারা হাতে এক মাস সময় পাবেন, আবেদন করার জন্য। কমিশনর তথ্য অনুযায়ী, ভোটারদের তরফে আপাতত ৯৪১টি নাম যুক্ত করা বা বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে।
প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে সাত দিন পর যথাযোগ্য শুনানির ভিত্তিতে পদক্ষেপ করবেন কমিশনের আধিকারিকরা।
নতুন ভোটারদের আবেদনও জমা পড়েছে। মোট ৪৩৭৪ জন নতুন ভোটার, যারা প্রথমবার ভোট দেবেন, তারা নাম তোলার জন্য আবেদন করেছেন।
কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১,৬০,৮১৩ জন বুথ লেভেল এজেন্ট সরকারিভাবে ড্রাফট ইলেক্টোরাল রোল বা খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখছেন।