Missile Misfired: বিকট একটা শব্দ, মাটিতে তৈরি হল বিশাল গর্ত! সেনা প্রশিক্ষণের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা

Missile Misfired: ভুলবশত উৎক্ষেপণ হওয়া ওই মিসাইলগুলির রেঞ্জ ১০ থেকে ২৫ কিলোমিটার। বিশেষজ্ঞদের উপস্থিতিতেই পোখরানের ফায়ারিং রেঞ্জ থেকে ওই মিসাইলের টেস্ট ফায়ারিং করা হচ্ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা ভুলবশত উৎক্ষেপণ হয় ও পাশের গ্রামে গিয়ে পড়ে।

Missile Misfired: বিকট একটা শব্দ, মাটিতে তৈরি হল বিশাল গর্ত! সেনা প্রশিক্ষণের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা
ভারতীয় সেনার ছোড়া মিসাইল।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 25, 2023 | 10:35 AM

জয়সালমীর: সামরিক প্রশিক্ষণের সময়ে বিপত্তি। ভুলবশত তিনটি মিসাইল (Missile Misfired) ছুঁড়ল ভারতীয় সেনা (Indian Army)। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সালমীরে। জানা গিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন পোখরানের ফায়ারিং রেঞ্জ থেকে ভুলবশত তিনটি মিসাইল ছোড়া হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই তিনটি সারফেস টু এয়ার মিসাইল উৎক্ষেপণ হয়ে যায়।

জানা গিয়েছে, ওই তিনটি মিসাইলই রেঞ্জের বাইরে গিয়ে পড়ে। পাশাপাশি দুই গ্রামের ফাঁকা জমিতে এই মিসাইল আছড়ে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। হঠাৎ মিসাইল আছড়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তবে মিসাইলের আঘাতে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানান, সামরিক প্রশিক্ষণ চলাকালীন ভুলবশত ওই মিসাইলগুলি উৎক্ষেপণ করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পরই যথাযথ পদক্ষেপ করা হবে।

এদিকে প্রশাসন সূত্রে জাানা গিয়েছে, ভুলবশত উৎক্ষেপণ হওয়া তিনটি মিসাইলের মধ্যে দুটি উদ্ধার করতে সক্ষম হলেও, তৃতীয় মিসাইলটির হদিস মেলেনি। পুলিশ ও সেনাবাহিনী মিলিতভাবে ওই ‘নিখোঁজ’ তৃতীয় মিসাইল খুঁজে বের করার চেষ্টা করছেন। প্রতিবেশী দেশে ভুলবশত ওই মিসাইল পড়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, ভুলবশত উৎক্ষেপণ হওয়া ওই মিসাইলগুলির রেঞ্জ ১০ থেকে ২৫ কিলোমিটার। বিশেষজ্ঞদের উপস্থিতিতেই পোখরানের ফায়ারিং রেঞ্জ থেকে ওই মিসাইলের টেস্ট ফায়ারিং করা হচ্ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা ভুলবশত উৎক্ষেপণ হয় ও পাশের গ্রামে গিয়ে পড়ে।

নাচানা পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট কৈলাশ বিষ্ণোইও মিসাইল আছড়ে পড়ার কথা স্বীকার করে নেন। তিনি জানান, জয়সালমীরের আজাসর গ্রামের একটি ফাঁকা জমি থেকে প্রথম মিসাইলটি উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় মিসাইলটি আরেকটি জমি থেকে উদ্ধার করা হয়। তৃতীয় মিসাইলটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। মিসাইলগুলির আঘাতে জমিতে বিশাল বড় গর্ত তৈরি হয়েছে।