Indian Army: পুরোদমে ‘অ্যাকশন মোডে’ সেনা, যৌথ অভিযানে নিকেশ ৩ জঙ্গি

Indian Army: গত ২৫ এপ্রিল দুইজন নির্মাণ শ্রমিককে অপহরণ করে উত্তর-পূর্বের এই জঙ্গিগোষ্ঠী। এরপর শুরু হয় বিভিন্ন জায়গায় তল্লাশি।

Indian Army: পুরোদমে অ্যাকশন মোডে সেনা, যৌথ অভিযানে নিকেশ ৩ জঙ্গি
ভারতীয় সেনা বাহিনী। Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 28, 2025 | 7:44 AM

ইটানগর: অ্যাকশন মোডে সেনা। রেয়াত করা হবে না কোনও জঙ্গিকে। জম্মু-কাশ্মীরের উত্তেজনার মাঝেই বড় অপারেশন অরুণাচল প্রদেশে। নিকেশ করা হল তিন নাগা জঙ্গিকে। রবিবার ভারতীয় সেনা বাহিনী ও অসম রাইফেলসের যৌথ অভিযানে এই জঙ্গিদের নিকেশ করা হয়।

সেনা সূত্রে খবর, তিন জন জঙ্গি ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএনএন (কেওয়াইএ) জঙ্গি গোষ্ঠীর। অরুণাচল প্রদেশের লংডিং জেলার প্যাংচাও-তে অভিযান চলে।

গত ২৫ এপ্রিল দুইজন নির্মাণ শ্রমিককে অপহরণ করে উত্তর-পূর্বের এই জঙ্গিগোষ্ঠী। এরপর শুরু হয় বিভিন্ন জায়গায় তল্লাশি। রবিবার সকাল থেকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে রীতিমতো গুলির লড়াই শুরু হয় অসম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর। গুলির লড়াইতে তিন জঙ্গিকে নিকেশ করা হয়।

জানা গিয়েছে, অপহৃত দুইজন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃত জঙ্গিদের কাছ থেকে চারটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে।