চেন্নাই: বছর শেষেও দুর্যোগ পিছু ছাড়ল না দক্ষিণী রাজ্যে।আচমকা ভারী বৃষ্টির জেরে তামিলনাড়ু(Tamil Nadu)-তে মৃত্যু হল ৩ জনের। বৃহস্পতিবারই আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছে , আগামী কয়েক দিনও রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সতর্কতাবশে ৪ জেলায় লাল সতর্কতা(Red Alert) জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে। বেলা বাড়তেই বৃদ্ধি পায় বৃষ্টিপাতের পরিমাণও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে রাজ্য়ের একাধিক জায়গায় জল জমে যায়। চেন্নাই(Chennai)-তে জমা জলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নাবালক ও দুই মহিলার মৃত্যু হয়। রাজ্য়ের রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী কেকেএসএসআর রামাচন্দ্রন (KKSSR Ramachandran) গোটা ঘটনাটি নিশ্চিত করেন।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী তিনদিন তামিলনাড়ুর উত্তর উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩ জানুয়ারি থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্র প্রদেশেরও দক্ষিণ উপকূলীয় এলাকায় আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত ( তৈরি হয়েছে, যার জেরে বছর শেষেও ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার থেকে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে উঠবে, এরফলে রাজ্য়জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Tamil Nadu | Heavy rainfall has caused waterlogging in several parts of Chennai
Red alert has been issued in Chennai & surrounding districts of Kanchipuram, Thiruvallur, & Chinglepet, as per State Govt pic.twitter.com/3FvGKanj5t
— ANI (@ANI) December 31, 2021
তামিলনাড়ুর চার জেলায় আগামী কয়েকদিন অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃহস্পতিবার রাজ্য বিপর্যয় মোকাবিলা মন্ত্রী কেকেএসএসআর রামাচন্দ্রন জানান, চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর ও চেঞ্চালাপাট্টুতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ২০ সেমির বেশি অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টি ও তার জেরে জল জমার খবর পেয়ে রাতেই গ্রেটার চেন্নাই কর্পোরেশনের ফ্লাড কন্ট্রোল রুমে ছুটে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সেখানেই সারারাত বসে তিনি শহরজুড়ে উদ্ধার ও ত্রাণকার্যের উপর নজরদারি চালান। রাজ্যে যাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি না হয় এবং জমা জলে আর কোনও মৃত্যুর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
#WATCH | Tamil Nadu: Heavy rainfall causes traffic jam at Chennai's Mount Road
Chennai metro says it has announced to extend service timing by an hour till 12 midnight to enable passengers to reach their homes safely pic.twitter.com/1AJCWQ8lSy
— ANI (@ANI) December 30, 2021
অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় যে চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, সেখানের সমস্ত স্কুল, কলেজ ও অত্যাবশ্যকীয় পরিষেবা নয়, এমন সরকারি অফিসগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেটার চেন্নাই কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, গতকাল রাত থেকেই ১৪৫টি পাম্প ব্যবহার করা হয়েছে শহরজুড়ে নিকাশি নালাগুলির মুখ খুলতে ও জমা জল বের করার জন্য।
চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক রাজ্যের অন্যতম বড় সমস্যা হল জমা জল। সামান্য বৃষ্টি হলেও রাজ্যের একাধিক জায়গায় জল জমে যায়। গতকালের বৃষ্টির জেরেও থমকে যায় চেন্নাইয়ের যান চলাচল। একদিকে রাস্তায় জমা জল, অন্যদিকে, সাবওয়েতেও জল ঢুকে যাওয়ায়, তিনটি সাবওয়ে বন্ধ করে দিতে হয়। মাঝ রাস্তায় আটকে থাকা অফিস ফেরত যাত্রীদের বাড়ি পৌছনোর ব্যবস্থা করতে এক ঘণ্টা অতিরিক্ত মেট্রো চালানো হয়। রাত ১২টায় শেষ মেট্রো ছাড়ে।