চণ্ডীগড়: পুুলিশি হেফাজতে এক আইনজীবীর উপর নির্যাতনের অভিযোগ ওঠে বেশ কয়েক জন পুলিশকর্মীর উপর। অভিযোগ, জেলবন্দি অন্য অভিযুক্তের সঙ্গে আইনজীবীকে যৌনতা করতে বাধ্য করেছিলেন অভিযুক্ত পুলিশকর্মীরা। অভিযুক্ত পুলিশকর্মীদের এক জন পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। এবং ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পুলিশ। লুধিয়ানার পুলিশ কমিশনার মনদীপ সিংয়ের নেতৃত্ব গঠিত হয়েছে এই সিট। এবং পঞ্জাব পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারাল অব পুলিশ সেই সিটের তদন্তের উপর নজর রাখছেন। সেই ঘটনায় তিন পুলিশকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর পর ধরনা তুলেছেন সেখানকার আইনজীবীরা।
পুলিশি হেফাজতে আইনদজীবীর হেনস্থার পর কর্মবিরতি এবং ধরনার ডাক দেয় সেখানকার বার কাউন্সিল। এর জেরে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছিল। তখন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বার অ্যাসেসিয়েশনের সঙ্গে আলোচনায় বসেন। এর পর আইনজীবীকে হেনস্থার ঘটনায় ৬ পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যার মধ্যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যে ৬ পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাঁরা হলেন- রমনদীপ সিং ভুল্লার (পুলিশ সুপার পদমর্যাদার অফিসার), ইনস্পেক্টর রমন কুমার কম্বোজ, কনস্টেবল হরবংশ সিং, ভূপিন্দর সিং, গুরুপ্রীত সিং এবং হোমগার্ড দারা সিং। এর মধ্যে ভুল্লার, হরবংশ এবং রমন কুমারকে গ্রেফতার করা হয়েছে।
হেফাজতের মধ্যে আইনজীবীর উপর নির্যাতন নিয়ে রিপোর্ট তৈরি করছে সিট। তা পঞ্জাবের ডিরেক্টর ব্যুরো অব ইনভেস্টিগেশনে জমা দেওয়া হবে। এই ঘটনার কথা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। বিক্ষোভকারী আইনজীবীরা বেশ কয়েক জন পুলিশকে হেনস্থা করেন বলেও অভিযোগ। যদিও এই গ্রেফতারির পর কর্মবিরতি প্রত্যাখ্যান করেছেন আইনজীবীরা।