Rail Accident: মর্মান্তিক! লোকাল ট্রেনের চাকার নীচে পিষে গেলেন ৩ রেলকর্মী

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 23, 2024 | 2:31 PM

Local Train Accident: রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চার্চগেটের উদ্দেশে যাচ্ছিল লোকাল ট্রেনটি। সেই সময়ই ভাসাই রোড ও নাইগাঁও স্টেশনের মাঝে সিগন্যালিং পয়েন্ট ঠিক করছিলেন ওই তিন কর্মী। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হওয়ায়, ওই রেলকর্মীদের দেখতে পাননি লোকাল ট্রেনের চালক। ধাক্কা মারে ট্রেনটি।

Rail Accident: মর্মান্তিক! লোকাল ট্রেনের চাকার নীচে পিষে গেলেন ৩ রেলকর্মী
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছিল। বড় দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য তড়িঘড়ি সারাইয়ের কাজ শুরু করেছিলেন রেলকর্মীরা। কিন্তু সেই ঘন কুয়াশা ভেদ করে নজরেই পড়লেন না তাঁরা। লোকাল ট্রেনের নীচে চাপা পড়লেন তিন কর্মী। পিষে মৃত্যু হয় তিনজনেরই।

দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। সোমবার রাতে পশ্চিম রেলওয়ের অধীনে ভাসাই স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই ট্রাকে সিগন্যালিংয়ের সমস্যা হচ্ছিল। তা সারাই করতেই গিয়েছিলেন চিফ সিগন্যালিং ইন্সপেক্টর বাসু মিত্র, ইলেকট্রিকাল সিগন্যালিং মেইনটেনার সোমনাথ উত্তম লামবুত্রে ও হেল্পার সচিন ওয়াংখেড়ে। এরা সকলেই পশ্চিম রেলওয়ের মুম্বই ডিভিশনের সিগন্যালিং বিভাগের কর্মী ছিলেন।

রেল সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চার্চগেটের উদ্দেশে যাচ্ছিল লোকাল ট্রেনটি। সেই সময়ই ভাসাই রোড ও নাইগাঁও স্টেশনের মাঝে সিগন্যালিং পয়েন্ট ঠিক করছিলেন ওই তিন কর্মী। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম হওয়ায়, ওই রেলকর্মীদের দেখতে পাননি লোকাল ট্রেনের চালক। ধাক্কা মারে ট্রেনটি। ট্রেনের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন কর্মীর।

রেলের তরফে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবার পিছু ৫৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে, গত অক্টোবর মাসে এক দৃষ্টিহীন মহিলা লোকাল ট্রেনে উঠতে গিয়ে দুটি বগির মাঝখানে পড়ে যান। চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।

Next Article