নয়া দিল্লি: বিপজ্জনক হয়ে উঠছে রাজধানী! মাত্র ১০ মিনিটে একই এলাকায় পরপর তিনটি ডাকাতির (Robbery) ঘটনা ঘটল। ডাকাতদের হামলায় এক বৃদ্ধের মৃত্যুও হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। রাতের অন্ধকারে নয়, গোটা ঘটনাটি ঘটেছে ভোরবেলায়। দক্ষিণ দিল্লির (South Delhi) সাগরপুর এলাকায় সোমবার ভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভয়ঙ্কর এই ঘটনার পর ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দিল্লিতে ১০ মিনিটে ৩টি ডাকাতির ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম অক্ষয় কুমার, সোনু এবং বৈভব শ্রীবাস্তব। এদের মধ্যে অক্ষয় কুমার কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেগুলি তারা লুঠ করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। সোমবার ভোরে ডাকাতির সময় তারা নেশাগ্রস্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, ৩ অভিযুক্তের হামলায় মৃত্যু হয়েছে দক্ষিণ দিল্লির সাগরপুর এলাকার প্রবীণ বাসিন্দা মোহন লাল ছাবরা (৭৪)। দুষ্কৃতীরা তাঁর কাছ সোনার গয়না ও নগদ টাকা ছিনতাই করে এবং ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুষ্কৃতীদের ছুরি হামলায় গুরুতর জখম হয়েছেন ওই এলাকার আরও দুই বাসিন্দা ৭০ বছর বয়সি ওম দত্ত এবং ৫৪ বছরের অশোক। দুষ্কৃতীরা ওম দত্তের কাছ থেকে নগদ ৫০০ টাকা এবং কিছু নথি ছিনতাই করে। আর অশোকের কাছ থেকে নগদ টাকা ছিনতাই করা হয়েছে। দুষ্কৃতীরা তাঁদের উপরেও ছুরি হামলা চালায়। তবে বরাতজোরে তাঁরা বেঁচে গিয়েছেন। প্রাতর্ভ্রমণে বেরিয়েই তাঁরা দুষ্কৃতী হামলার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।
দুষ্কৃতী হামলায় মৃত মোহন লাল ছাবরার ছেলে মহেন্দ্র জানান, তাঁর বাবা সোমবার সকালে ফিজিওথেরাপি করাতে যাচ্ছিলেন। সেই সময়ই ৩ দুষ্কৃতী একটি মোটরবাইকে করে এসে তাঁর উপর হামলা চালায়। তাঁর কাছ থেকে নগদ টাকা, সোনার গয়না ছিনতাই করার পর এলোপাতাড়ি কোপ মারে দুষ্কৃতীরা। তিনি মাটিতে লুটিয়ে না পরা পর্যন্ত তাঁর উপর ছুরির কোপ চালায় হামলাকারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একইভাবে ওম দত্ত এবং অশোক প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতী হামলার শিকার হন। তাঁরা দুষ্কৃতীদের ছুরি হামলার শিকার হলেও স্থানীয়রা ঘটনাস্থলে চলে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আপাতত দুজনেই বিপন্মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজধানীতে প্রাতর্ভ্রমণে বেরিয়ে এভাবে দুষ্কৃতী হামলার কবলে পড়ে একজনের মৃত্যু এবং ২ জনের জখম যথেষ্ট উদ্বেগজনক। মূলত, প্রৌঢ় ও বৃদ্ধকে নিশানা করেই হামলা চালানো হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিদিনই বহু মানুষ প্রাতর্ভ্রমণে বেরোন। ফলে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সাতসকালে মাত্র ১০ মিনিটের মধ্যে এই ঘটনা দিল্লি পুলিশকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।