AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu And Kashmir: কাশ্মীরে ফের সেনা মৃত্যু! রবিবার সকালেই ৩ জওয়ানকে হারাল দেশ

Jammu And Kashmir: স্থানীয় বাসিন্দা, সেনা, পুলিশ এবং এসডিআরএফ ওই ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে নেমে পড়ে। জানা গিয়েছে ওই সময় গাড়িতে ৩ জন সেনা ছিলেন। ৩ জনের মৃত্যু হয়েছে।

Jammu And Kashmir: কাশ্মীরে ফের সেনা মৃত্যু! রবিবার সকালেই ৩ জওয়ানকে হারাল দেশ
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির অংশ! Image Credit source: সংগৃহিত
Follow Us:
| Updated on: May 04, 2025 | 3:07 PM

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে রামবান জেলায় স্লিপ করে ৭০০ গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি। রবিবার সকালের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়িতে থাকা ৩ জওয়ানের খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

স্থানীয় বাসিন্দা, সেনা, পুলিশ এবং এসডিআরএফ ওই ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজে নেমে পড়ে। জানা গিয়েছে ওই সময় গাড়িতে ৩ জন সেনা ছিলেন। ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল ১১ টা নাগাদ ঘটে দুর্ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, সেনার একটি কনভয় ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল। সেই সময় কনভয়ে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে আছড়ে পড়ে।

নিহত সেনাদের নাম সিপাহি অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। তাঁদের মৃতদেহ খাদ থেকে উদ্ধার করা হচ্ছে। ওই প্রতিবেদন অনুসারে উদ্ধৃত কর্মকর্তারা জানিয়েছেন যে দুর্ঘটনার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার আগে কী সমস্যা হয়েছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।

প্রসঙ্গত, মার্চ মাসেও এই রকম একটি দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী পুলিশ কর্তা জানান, রামবান জেলায় মার্চ মাসেও সব্জি বোঝাই একটি গাড়ি একই ভাবে স্লিপ করে খাদে পড়ে যায়।

ওই ঘটনায় গাড়ির চালক আরশিদ আহমেদ এবং তাঁর সহকারী সেবা সিং দুজনেই উখরাল পোগাল-পারিস্তানে নিজের গ্রামে ফিরছিল। সেই সময়ে জম্মু-শ্রীনগর ন্যাশানাল হাইওয়েতে ব্যাটারি চেশমা এলাকার কাছে ঘটে দুর্ঘটনা।