Rice Mill Collapsed: হুড়মুড়িয়ে ধসে পড়ল চালকল, মৃত ৪ শ্রমিক

Rice Mill Collapsed: হরিয়ানার (Haryana) কারনালে (Karnal) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চালকল (Rice Mill)। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। আহত হয়েছেন ১৮ জন। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Rice Mill Collapsed: হুড়মুড়িয়ে ধসে পড়ল চালকল, মৃত ৪ শ্রমিক
Image Credit source: টুইটার

| Edited By: অঙ্কিতা পাল

Apr 19, 2023 | 3:11 PM

কারনাল: মঙ্গলের সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা কারনালের (Karnal) চালকলে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা এই চালকল (Rice Mill)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন আরও ১৮ জন শ্রমিক। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। উদ্ধার অভিযান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল ও অ্য়াম্বুলেন্স।

হরিয়ানায় কারনালে অবস্থিত তিনতলা চালকল। সেখানে শিফট ভাগ করে কাজ করেন শ্রমিকরা। সূত্রের খবর, রাতের শিফটে কাজ করে এই চালকলেই ঘুমিয়ে পড়েন  শ্রমিকরা। ঘুম ভেঙে সকালে ওঠার আগেই ধসে পড়ল চালকল। আশ্রয়স্থল জীবন কাড়ল ৪ শ্রমিকের।

 

কারনালের ডিসি অনীশ যাদব বলেন, “চারজন শ্রমিক মারা গিয়েছেন এই ঘটনায়। আরও ২০ জন আহত হয়েছেন। ১২০ জন শ্রমিক প্রাণে বেঁচে গিয়েছেন।” তিনি জানিয়েছেন, এই চালকল ধসে পড়ার সময় সেখানে কয়েকশো শ্রমিক উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই ঘুমোচ্ছিলেন সেই সময়। তবে কোনওভাবে ১২০ জনেরও বেশি শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছেছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ জারি রয়েছে।