সোপিয়ান: জঙ্গি দমনে নিত্যদিন এনকাউন্টার লেগেই রয়েছে উপত্যকায়। বৃহস্পতিবারও জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়। আত্মসমর্পণ করে এক জঙ্গি।
জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান,গোপন সূত্রে খবর পেয়েই দক্ষিণ কাশ্মীরের কানিগাম এলাকায় বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের কাছে খবর ছিল, আল-বাদর জঙ্গি গোষ্ঠীর সদ্য নিয়োগ করা জঙ্গিরা লুকিয়ে ছিল ওই জায়গাতেই।
রাতেই পুলিশ গোটা এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে এবং জঙ্গিদের বারংবার আত্মসমর্পণের প্রস্তাব দেয়। কিন্তু তাঁরা রাজি হয় না, বরং গুলি চালাতে শুরু করে। এরপরই শুরু হয় গুলির লড়াই।
দীর্ঘক্ষণ ধরে চলা এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হলে তারপরই আত্মসমর্পণ করে আরেক জঙ্গি। আত্মসমর্পণকারী ওই জঙ্গির নাম তৌসিফ আহমেদ। বাকি মৃতদের নাম ও তাদের পরিকল্পনা জানার চেষ্টা করছে পুলিশ।
#ShopianEncounterUpdate: One newly recruited #terrorist namely Tausif Ahmad #surrendered. #Operation in progress. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/WNsRDrdUS5
— Kashmir Zone Police (@KashmirPolice) May 6, 2021
এর আগে মঙ্গলবারও উত্তর কাশ্মীরের সোপের এলাকার বারামুল্লা জেলায় জঙ্গিবাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করা হয়।