J&K Encounter: ৩-৪ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, উপত্যকায় সকাল থেকেই ঘনঘন গুলির শব্দ

J&K Encounter: পহেলগাঁও জঙ্গি হামলা এলং তারপর ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, উপত্যকায় প্রায় শতাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের আত্মগোপন করতে সাহায্য করছে স্থানীয় কিছু ওভার গ্রাউন্ড ওয়ার্কার।

J&K Encounter: ৩-৪ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, উপত্যকায় সকাল থেকেই ঘনঘন গুলির শব্দ
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

May 22, 2025 | 8:48 AM

শ্রীনগর: ফের উপত্যকায় শুরু গুলির লড়াই। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চলছে সংঘর্ষ। সূত্রের খবর, তিন থেকে চারজন জঙ্গি আটকা পড়েছে। তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে কি না, তাও জানার চেষ্টা চলছে।

আজ, বৃহস্পতিবার সকালেই জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় সিংপোরা এলাকায় এনকাউন্টার শুরু হয়। সূত্রের খবর, ওই এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী অভিযান চালাতেই জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। শুরু হয় এনকাউন্টার।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কিস্তওয়ারের ছাত্রুতে তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের আত্মসমর্পণের কথা বলা হচ্ছে। জঙ্গিরা গুলি চালাচ্ছে, পাল্টা তার জবাবও দিচ্ছে সেনা। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলা এলং তারপর ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, উপত্যকায় প্রায় শতাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের আত্মগোপন করতে সাহায্য করছে স্থানীয় কিছু ওভার গ্রাউন্ড ওয়ার্কার। এনআইএ ও পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে।

এছাড়া উপত্যকায় বেশ কয়েক দফায় এনকাউন্টারও চলেছে। সম্প্রতিই এক এনকাউন্টারে তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এর মধ্যে পহেলগাঁও জঙ্গি হানার এক জঙ্গিও ছিল।