AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Accident Conspiracy: মদ খেয়ে মজা পেতে ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা! গ্রেফতার তিন

০৬২৭৫ নম্বরের এক্সপ্রেস ট্রেনটি ছামাপাজনগর থেকে মাইসোর আসছিল। সে সময়ই ওই যুবককে রেললাইনের প্লেট খুলে সেখানে কাঠ রেখে দেন। এবং রেললাইনের একাংশও খুলে রাখেন। ওই ট্রেনে সে দিন ৪০০-র বেশি যাত্রী ছিল বলে রেলের তরফে জানা গিয়েছে। কিন্তু রেললাইনের এই অবস্থা নজরে আসে চালকের। তিনি ট্রেন থামিয়ে দেন।

Train Accident Conspiracy: মদ খেয়ে মজা পেতে ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা! গ্রেফতার তিন
ঘটনাস্থলে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 2:23 PM
Share

মাইসোর: ট্রেন দুর্ঘটনা ঘটনোর চক্রান্তের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এক্সপ্রেস ট্রেন আসার আগে রেললাইনের একাংশ খুলে সেখানে কাঠ রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ট্রেন চালানোর সময় তা নজরে আসে এক্সপ্রেস ট্রেনের চালকের। তার পরই তিনি ট্রেন থামিয়ে দেন। এর জেরে শতাধিক যাত্রীর জীবন বেঁচে যায়। রেললাইনের ক্ষতি করার ঘটনার ভিডিয়োও সামনে আসে। এর পরই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। জেরায় অভিযুক্তরা জানিয়েছেন, মদ্যপ অবস্থান মজা পাওয়ার জন্যই এই কাজ করেছিলেন।

০৬২৭৫ নম্বরের এক্সপ্রেস ট্রেনটি ছামাপাজনগর থেকে মাইসোর আসছিল। সে সময়ই ওই যুবককে রেললাইনের প্লেট খুলে সেখানে কাঠ রেখে দেন। এবং রেললাইনের একাংশও খুলে রাখেন। ওই ট্রেনে সে দিন ৪০০-র বেশি যাত্রী ছিল বলে রেলের তরফে জানা গিয়েছে। কিন্তু রেললাইনের এই অবস্থা নজরে আসে চালকের। তিনি ট্রেন থামিয়ে দেন।

খবর পেয়ে আরপিএফ এবং জিআরপি-র কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। তার পর রেললাইনের মেরামতির পর ফের চালু হয় ট্রেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে আরপিএফ। অভিযুক্তদের নাম সময় মারান্ডি (২২), ভাজানু মুর্মু এবং দেশমত মারান্ডি। তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে, তাঁরা মদ খেয়েছিলেন। তার পর মজা করার জন্যই এই কাজ করেছিলেন। এর পর ট্রেন দুর্ঘটনা দেখার জন্য ঘণ্টাখানেক অপেক্ষাও করেন। কিন্তু চালকের তৎপরতায় আর দুর্ঘটনা হয়নি।