PM Modi Housing Project: উৎসবের মাসেই ৩০ হাজার দরিদ্র মানুষের মাথায় ‘ছাদ’ দিচ্ছে মোদী সরকার

PM Modi Housing Project: ১০০ একর জমির ওপরে এই প্রকল্প তৈরি হয়েছে। এই প্রকল্পে তৈরি করা হচ্ছে ৩০ হাজার বাড়ি। এর মধ্যে ১৫ হাজার পাকা বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই বাকিগুলিও তৈরি হয়ে যাবে।

PM Modi Housing Project: উৎসবের মাসেই ৩০ হাজার দরিদ্র মানুষের মাথায় ছাদ দিচ্ছে মোদী সরকার
সোলাপুর হাউজিং প্রজেক্ট

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 23, 2023 | 6:34 AM

নয়া দিল্লি: মাথায় ছাদ পাচ্ছে ৩০ হাজার দরিদ্র পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে তৈরি হওয়া সেই প্রকল্প বাস্তবায়নের পথে। অক্টোবরে অর্থাৎ উৎসবের মাসেই স্থায়ী বাসস্থান তৈরি করে দেওয়া হচ্ছে ওই সব পরিবারের জন্য। স্থায়ীভাবে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ওই পরিবারগুলির জন্য। প্রবল ঠাণ্ডা বা বৃষ্টিতেও আর কোনও সমস্যায় পড়তে হবে না ওই পরিবারগুলিকে। মহারাষ্ট্রের সোলাপুরে সবথেকে বড় হাউজিং প্রজেক্ট চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া ধারাভি ও কামাথিপুরা বস্তি নতুন করে তৈরি করে দেওয়ার কথাও বলা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে।

মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব ভালসা নায়ার সিং জানিয়েছেন, সোলাপুররে রায়নগরে ১০০ একর জমির ওপরে এই প্রকল্প তৈরি হয়েছে। এই প্রকল্পে তৈরি করা হচ্ছে ৩০ হাজার বাড়ি। এর মধ্যে ১৫ হাজার পাকা বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই বাকিগুলিও তৈরি হয়ে যাবে।

অর্থাৎ মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ হাজার পরিবার বাড়ি পাবে। প্রত্যেকটি বাড়ি তৈরি হয়েছে ৩০০ বর্গমিটার জায়গার ওপর। যাঁদের বার্ষিক আয় ৩ লক্ষের কম।

মহারাষ্ট্র হাউজিং ও এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে এই প্রকল্প তৈরি হয়েছে। এই প্রকল্পের বাড়ি পাবেন বস্ত্র শিল্প, বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক, নির্মাণ শ্রমিকেরা।