হায়দরাবাদ: রাজ্যে জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির বাস্তবায়নে উদাসীন তেলঙ্গানা রাজ্য সরকার। প্রয়োজনীয় জমি অধিগ্রহণ না করায় ৩২,৩৮৩ কোটি টাকার কাজ আটকে আছে তেলঙ্গানায়। শুক্রবার (১৭ মার্চ), রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে চিঠি লিখে অভিযোগ করলেন কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জি কিশান রেড্ডি জানিয়েছেন, ৭৫০ কিলোমিটার দৈর্ঘ্যের ১১টি জাতীয় মহাসড়ক প্রকল্পের জন্য প্রায় ৪,৩৩২ হেক্টর জমি প্রয়োজন। কিন্তু রাজ্য সরকার জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে মাত্র ২৮৪ হেক্টর জমি হস্তান্তর করেছে। এই অবস্থায় সময়মতো যাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা যায়, কেসিআর-কে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।