Blast: কাশ্মীরী চিকিৎসকের সূত্র ধরেই ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার
Delhi Blast: দিল্লির বিস্ফোরণের আগেই উদ্ধার হয় বিপুল বিস্ফোরক। সোমবার সকালে ড. আদিল আহমেদ রাঠের নামে এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেফতার করা হয়। তাঁর সূত্র ধরেই দিল্লির অদূরে অভিযান চালানো হয়। তারপরই উদ্ধার হয় বিস্ফোরক।
সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে পুড়ে যায় একের পর এক গাড়ি। আর এদিন সকালেই উদ্ধার হয় বিপুল বিস্ফোরক। তাও এক চিকিৎসকের সূত্র ধরে। জম্মু-কাশ্মীর পুলিশ অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজের লকার থেকে একে-৪৭ রাইফেল ও অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার করে। আর এদিনই হরিয়ানা পুলিশের সহযোগিতায় জম্মু-কাশ্মীর পুলিশ ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করে।
ওই চিকিৎসকের কী পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। তারই মধ্যে দিল্লিতে ঘটে গেল বিস্ফোরণ। পরপর এই দুটি ঘটনায় যোগ আছে বলে মনে করছেন গোয়েন্দারা। নাশকতার জেরেই এই বিস্ফোরণ বলে অনুমান করা হচ্ছে।

