Train Reservation List: ট্রেনের রিজার্ভেশন লিস্টে বিরাট বদল আনল Railway, কতক্ষণ আগে জানতে পারবেন টিকিট কনফার্ম কি না?
Indian Railways: এই নিয়মে যাত্রীদের আরও সুবিধা হবে। তারা আরও কিছুক্ষণ আগে জেনে যেতে পারবেন যে টিকিট কনফার্ম হয়েছে কি না। এতে শেষ মুহূর্তে বিকল্প প্ল্যান করতে হবে না যাত্রীদের, বিশেষ করে যারা দূরপাল্লার ট্রেনে বহু দূর যাত্রা করবেন।

নয়া দিল্লি: আপনার ট্রেনে যাতায়াত করা আরও সহজ হল। যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Railways)। এবার আপনার টিকিট কনফার্ম হয়েছে কি না, তা আট ঘণ্টা নয়, ১০ ঘণ্টা আগেই জেনে যাবেন। এবার থেকে আসন সংরক্ষণের তালিকা বা রিজার্ভেশন লিস্ট (Reservation List) ট্রেন ছাড়ার অন্তত ১০ ঘণ্টা আগে প্রকাশ করা হবে। এতদিন যাত্রার আট ঘণ্টা আগে তালিকা প্রকাশ করা হত।
ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগেই সংরক্ষণের লিস্ট পাওয়া গেলেও, অনেক সময়ই যাত্রীরা, যাদের টিকিট কনফার্ম হয়নি, তারা যাত্রার বিকল্প ব্যবস্থা করতে পারছিলেন না। এই জন্যই সময় বাড়ানোর অনুরোধ করা হয়। যাত্রীদের থেকে একাধিক অভিযোগ, দাবির পরই এবার রিজার্ভেশন লিস্টের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
ধরা যাক, কোনও ট্রেন ভোর ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে ছা়ড়বে। সেক্ষেত্রে প্রথম রিজার্ভেশন লিস্ট আগের দিন রাত ৮টার মধ্যে তৈরি করা হবে। দুপুর ২টো থেকে ওই দিন রাত ১২টা পর্যন্ত এবং রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্য়ে যে ট্রেনগুলি ছাড়বে, তারও তালিকা অন্তত ১০ ঘণ্টা আগে তৈরি করতে হবে।
এই নিয়মে যাত্রীদের আরও সুবিধা হবে। তারা আরও কিছুক্ষণ আগে জেনে যেতে পারবেন যে টিকিট কনফার্ম হয়েছে কি না। এতে শেষ মুহূর্তে বিকল্প প্ল্যান করতে হবে না যাত্রীদের, বিশেষ করে যারা দূরপাল্লার ট্রেনে বহু দূর যাত্রা করবেন।
রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে যে সমস্ত জ়োনাল ডিভিশনকে অবিলম্বে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
