Draft Voter List: খসড়া ভোটার তালিকায় নাম নেই? এখন কী করবেন?
Election Commission of India: যদি কারোর সব নথি ঠিক থাকে, তবুও খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, তবে চিন্তার কারণ নেই। এক্ষেত্রে আপনাকে ফর্ম ৬ পূরণ করতে হবে। সঙ্গে দিতে হবে অ্যানেক্সার ৪। ফর্ম ৬-এ আবেদনের পর আপনাকে শুনানিতে ডাকবে কমিশন।
এসআইআরের প্রথম ধাপ শেষ। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। নাম বাদ পড়েছে ৫৮ লাখেরও বেশি ভোটারের। এর মধ্য়ে মৃত ভোটার যেমন রয়েছে, তেমনই ভুয়ো ভোটারও আছে, যাদের হদিস মিলছে না। তবে যদি কারোর সব নথি ঠিক থাকে, তবুও খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, তবে চিন্তার কারণ নেই। এক্ষেত্রে আপনাকে ফর্ম ৬ পূরণ করতে হবে। সঙ্গে দিতে হবে অ্যানেক্সার ৪। ফর্ম ৬-এ আবেদনের পর আপনাকে শুনানিতে ডাকবে কমিশন। শুনানিতে নাগরিকত্বের প্রামাণ্য নথি জমা করতে হবে। কমিশনের উল্লেখিত, ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতে হবে। তাহলেই আপনার তালিকায় নাম উঠে যাবে। অর্থাৎ ভারতের নাগরিক হলে, আর তার যথার্থ প্রামাণ্যপত্র থাকলে, শুনানির পরই তালিকায় নাম উঠে যাবে।
