বাংলাদেশের ষড়যন্ত্র! জিহাদিকে নিয়ে হামলার ছক ভারতীয় হাই কমিশনে?
India-Bangladesh: ১০০ জনেরও বেশি জিহাদিকে নিয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এই হামলার ছক কষছে জামাত, আনসার-আল-ইসলাম, হুজুব-উত-তাহিরের মতো সংগঠন। দূতাবাসে ঢুকে ভারতীয় আধিকারিকদের শারীরিক হেনস্থার চক্রান্ত করা হচ্ছে। এমনকী, হেনস্থার পর আগুন ধরিয়ে দেওয়ারও ছক কষেছে জামাতিরা।
বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে হামলার ছক। প্রকাশ্যেই হুমকি দেওয়া হচ্ছে হাই কমিশনে হামলা করার। কিন্তু এই ছক কষছে কে? কারাই বা বাংলাদেশের (Bangladesh) মৌলবাদীদের মদত দিচ্ছে? সূত্রের খবর, শুধু হুমকি নয়। সত্যিই ভারতে হামলা করার ছক কষা হচ্ছে! ১০০ জনেরও বেশি জিহাদিকে নিয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এই হামলার ছক কষছে জামাত, আনসার-আল-ইসলাম, হুজুব-উত-তাহিরের মতো সংগঠন। দূতাবাসে ঢুকে ভারতীয় আধিকারিকদের শারীরিক হেনস্থার চক্রান্ত করা হচ্ছে। এমনকী, হেনস্থার পর আগুন ধরিয়ে দেওয়ারও ছক কষেছে জামাতিরা।
Published on: Dec 18, 2025 02:56 PM
