Electoral Roll: SIR-এর শুনানির আগেই পুড়ে খাক ‘বাংলাদেশি কলোনি’!
Election Commission Of India: নিউটাউনের ঘুনি বস্তিকে আশেপাশের এলাকার মানুষ চিনতেন বাংলাদেশি কলোনি বলেই। সেখানেই গতকাল সন্ধে বেলা লেগে যায় বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৩০০ ঝুপড়ি। এসআইআর শুরুর আগেই শিরোনামে এসেছিল এই বস্তি। অভিযোগ ছিল এই বস্তিতে নাকি বাংলাদেশিরা থাকে।
পুড়ে ছাই হল নিউটাউনের ঘুনি বস্তি। এই বস্তিকে আশেপাশের এলাকার মানুষ চিনতেন বাংলাদেশি কলোনি বলেই। সেখানেই গতকাল সন্ধে বেলা লেগে যায় বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৩০০ ঝুপড়ি। এসআইআর শুরুর আগেই শিরোনামে এসেছিল এই বস্তি। অভিযোগ ছিল এই বস্তিতে নাকি বাংলাদেশিরা থাকে। আর তারপরই এই বস্তি থেকে পালিয়ে গিয়েছিল অনেক ‘বাংলাদেশি’। আর তারপর এবার পুড়ে খাক হল সেই বস্তি। খসড়া তালিকা বের হওয়ার পর আর শুনানি শুরু হওয়ার আগেই যেভাবে এই বস্তিতে আগুন লাগল তাতে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি কোনও অন্তর্ঘাত?
Published on: Dec 18, 2025 01:29 PM

