Virat Kohli-Anushka Sharma: প্রেমানন্দজির কাছে ভাল থাকার মন্ত্র খুঁজছেন বিরাট-অনুষ্কা, কী হল হঠাৎ?
Virat Kohli-Anushka Sharma: লন্ডন থেকে ফিরেই বিরুস্কা ছুটলেন প্রেমানন্দ মহারাজের সাক্ষাতে। প্রায় আধঘণ্টা ধরে প্রেমানন্দ মহারাজের সঙ্গে কথা বলেছেন বিরুষ্কা। জানা যাচ্ছে, অনুষ্কা ও বিরাটকে আলাদা ডেকে ভাল থাকার গোপন মন্ত্রও দিয়েছেন মহারাজ।
একজন অভিনেত্রী, আরেকজন দেশের সেরা ক্রিকেটার। তাও তাদের মধ্যে আধ্য়াত্মিকতা ভরপুর। ফের একবার প্রেমানন্দজি মহারাজের চরণে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। লন্ডন থেকে ফিরেই বিরুস্কা ছুটলেন প্রেমানন্দ মহারাজের সাক্ষাতে। প্রায় আধঘণ্টা ধরে প্রেমানন্দ মহারাজের সঙ্গে কথা বলেছেন বিরুষ্কা। জানা যাচ্ছে, অনুষ্কা ও বিরাটকে আলাদা ডেকে ভাল থাকার গোপন মন্ত্রও দিয়েছেন মহারাজ। ভজন মার্গের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এই ভিডিওটিতে প্রেমানন্দ মহারাজ কোহলি ও অনুষ্কাকে তাঁদের কর্মকে “ভগবানের সেবা” হিসেবে গণ্য করার কথা বলেন।
