Earthquake: ঘড়ির কাঁটায় আড়াইটে বাজতেই কাঁপতে শুরু করল খাট, দুলে উঠল বাড়ি! আন্দামানেও ভূমিকম্প

Andaman & Nicobar Island: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য রাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

Earthquake: ঘড়ির কাঁটায় আড়াইটে বাজতেই কাঁপতে শুরু করল খাট, দুলে উঠল বাড়ি! আন্দামানেও ভূমিকম্প
প্রতীকী চিত্র

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 10, 2022 | 7:22 AM

পোর্ট ব্লেয়ার: ঠিক মধ্য রাতেই ফের ভূমিকম্প । পরপর দুই দিন ধরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। এবার ভূমিকম্প অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার মধ্য রাতে, প্রায় আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পোর্টব্লেয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। এখনও অবধি হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। রাত ২টো ২৯ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্টব্লেয়ারে। ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

ভূমিকম্পে এখনও অবধি ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য রাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্প ও আফটার শকের জেরে জলোচ্ছাস, এমনকি সুনামিও আসতে পারে বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে সুনামি নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। মধ্যরাতে ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে দিল্লি, বিহার, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যেই কম্পন অনুভূত হয়। মোট তিনবার কম্পন অনুভূত হয়েছিল নেপালে। প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ৯ টা ৭ মিনিট নাগাদ। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এরপরে ফের ৯টা ৫৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। এইসময় কম্পনের মাত্রা ছিল ৪.১। সবথেকে বেশি শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্পটিই। রাত ২টো ১২ মিনিট নাগাদ ফের ভূমিকম্প হয়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৬। ভয়াবহ এই ভূমিকম্পে নেপালে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বহু বাড়ি-ঘরও ভেঙে পড়েছে। পরে বুধবার সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়েও ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একের পর এক ভূমিকম্প হওয়াতেই তৈরি হয়েছে আতঙ্ক।