NCP: আসল-নকলের খেলায় টুইস্ট, অজিত পওয়ারের NCP ছাড়ল ৪ বড় নেতা, ফিরতে পারেন শরদের শিবিরেই

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 17, 2024 | 9:44 AM

Sharad Pawar-Ajit Pawar: জল্পনা শোনা যাচ্ছে, অজিত পওয়ারের শিবিরের আরও কয়েকজন নেতা ফের শরদ পওয়ারের দলেই ফিরে আসতে চাইছেন। তবে শরদ পওয়ার তাদের দলে ফেরাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গত মাসেই তিনি বলেছিলেন যে যারা দলকে দুর্বল করেছে, তাদের আর দলে ফেরানো হবে না।

NCP: আসল-নকলের খেলায় টুইস্ট, অজিত পওয়ারের NCP ছাড়ল ৪ বড় নেতা, ফিরতে পারেন শরদের শিবিরেই
এনসিপি বনাম এনসিপির লড়াই।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

মুম্বই: লোকসভা নির্বাচনে ধরাশায়ী। এবার বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল অজিত পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। একযোগে ইস্তফা  দিলেন দলের বড় চার নেতা। জল্পনা শোনা যাচ্ছে, তাঁরা শরদ পওয়ারের এনসিপি-তে যোগ দেবেন।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াদ শাখার প্রধান অজিত গাভানে, পিম্পরির ছাত্র শাখার প্রধান যশ সানে এবং দুই প্রাক্তন কর্পোরেটর রাহুল ভোসলে ও পঙ্কজ ভালেকর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়েছেন।  চলতি সপ্তাহের মধ্যেই তাঁরা শরদ পওয়ারের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা।

জল্পনা শোনা যাচ্ছে, অজিত পওয়ারের শিবিরের আরও কয়েকজন নেতা ফের শরদ পওয়ারের দলেই ফিরে আসতে চাইছেন। তবে শরদ পওয়ার তাদের দলে ফেরাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গত মাসেই তিনি বলেছিলেন যে যারা দলকে দুর্বল করেছে, তাদের আর দলে ফেরানো হবে না। তবে যে নেতারা দলের ভাবমূর্তি নষ্ট করেনি বা করবে না এবং দলকে শক্তিশালী করবে, তাদের জন্য দরজা খোলা রয়েছে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই, ২০২৩ সালে ভেঙে দুই টুকরো হয়ে যায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি। যেভাবে শিবসেনা ভেঙে দু’টুকরো হয়েছিল, ঠিক সেভাবেই শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার কাকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহাযুতি জোটে যোগ দেন বিধায়কদের নিয়ে। তাঁকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হয়। বিধায়কের সংখ্যার জোরে আসল এনসিপির তকমাও ছিনিয়ে নেন অজিত পওয়ারের দল। তবে লোকসভা নির্বাচনে শরদ পওয়ারের এনসিপি যেখানে ৮টি আসনে জয়ী হয়, সেখানেই অজিত পওয়ারের দল মাত্র একটি আসনে জিততে পারে। চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই ফের ধাক্কা খেল অজিত পওয়ারের শিবির।

Next Article