সুকমা: ভোররাতে গভীর ঘুমে ডুবে ছিলেন যখন সবাই, সেই সময়ই আচমকা সহকর্মীদের উপরই গুলি চালালেন এক সিআরপিএফ (CRPF) জওয়ান । গুলির আঘাতে চার জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়(Chhattisgarh)-র সুকমা (Sukma) জেলায়।
মাওবাদী অধ্যুষিত এই জেলায় সবসময়ই মোতায়েন থাকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স। সুকমার লিঙ্গালাপল্লীতেও ক্যাম্প করে থাকছিলেন সিআরপিএফ জওয়ানরা। রবিবার রাত ৩টে ৪৫ মিনিট নাগাদ আচমকাই এক জওয়ান তার সহকর্মীদের গুলি করতে থাকেন। ঘটনার আকস্মিকতায় চমকে যান সকলেই। পরে ওই জওয়ানের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়া হয়।
সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, রীতেশ রঞ্জন নামক ওই সিআরপিএফ জওয়ান তাঁর ক্যাম্পেরই সাতজন সহকর্মীর উপর আচমকা হামলা করেন। মধ্যরাতে যখন সবাই ঘুমোচ্ছিলেন, তখন নিজের সার্ভিস বন্দুক দিয়েই তিনি ওই সাত জওয়ানের উপর এলোপাথাড়িভাবে গুলি চালান। গুলির শব্দে বাকিরা ছুটে আসেন এবং দেখতে পান রক্তাক্ত অবস্থায় সাত জওয়ান পড়ে রয়েছেন।
Chhattisgarh: Four jawans of CRPF 50 Bn killed and 3 injured in a case of fratricide in a CRPF camp in Maraiguda Police station limits of Sukma. A jawan had opened fire at the camp. pic.twitter.com/4ZF64RCNKM
— ANI (@ANI) November 8, 2021
গুরুতর আহত জওয়ানদের সঙ্গে সঙ্গে ভদ্রচালম এলাকার হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও, এদের মধ্যে চারজনের আঘাত অত্যন্ত গভীর হওয়ায় এবং অতিরিক্ত রক্তপাতের কারণে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়। সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, আহত দুই জওয়ানকে চিকিৎসার জন্য় আকাশপথে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।
সুকমার মারাইগুডা পুলিশ স্টেশনের অধীনে সি/৫০ লিঙ্গালাপল্লীতে এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। যদিও ওই জওয়ান তাঁর সহকর্মীদের উপর আচমকা হামলা চালাল কেন, তা এখনও জানা যায়নি। সম্প্রতি তাদের মধ্যে কোনও বচসা বা মনোমালিন্য হয়েছিল কিনা, তা জানার জন্য বাকি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলা হচ্ছে। এছাড়াও সিআরপিএফের তরফে আলাদাভাবে গোটা ঘটনার তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Zika Virus: একলাফে আক্রান্তের সংখ্যা ৮৯-তে, কানপুরে চিন্তা বাড়াচ্ছে জ়িকা সংক্রমণ