
নয়া দিল্লি: শুক্রবার সাত সকালে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বড়সড় দুর্ঘটনা। বিসরাখ থানা এলাকার গৌড় সিটির কাছে, ‘আম্রপালি ড্রিম ভ্যালি’ প্রকল্পের এক নির্মাণাধীন ভবনের একটি লিফট ভেঙে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের একটি দল। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নয়ডার জেলাশাসক মণীশ ভার্মা বলেছেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। চারজন মারা গিয়েছেন। আরও পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। শহরের এক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতালে আমাদের টিম উপস্থিত আছে। আমাদের অফিসাররাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে আর কেউ আটকে নেই। যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।”
#Construction worker safety still to be prioritised. 4 Labourers #Dead After Passenger #Lift Collapses In #GreaterNoida‘s Under-Construction Building. @noidapolice @dmgbnagar #constructionindustry #Noida pic.twitter.com/KvStliZuge
— Sumedha Sharma (@sumedhasharma86) September 15, 2023
In UP’s Noida, four labourers died, several injured after a lift collapsed at under-construction building site of Amrapali Dream Vila housing society. pic.twitter.com/dua3KYMHqf
— Piyush Rai (@Benarasiyaa) September 15, 2023
নয়ডার লিফট ছিঁড়ে পড়া কোনও নতুন বিষয় নয়। বস্তুত, অগস্ট মাসের শুরুতেই নয়ডার সেক্টর ১৩৭-এ পরস তিয়েরিয়া সোশ্যাইটিতে লিফট ছিঁড়ে পড়ে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছিল। সেই ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তুলেছিলেন বাসিন্দারা। রাস্তায় নেমে আবাসন নির্মাতাদর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষ বেঁধেছিল। ওই ঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ে করেছিল পুলিশ। তাদের মধ্যে ৪ জনই ছিলেন নয়ডার আবাসন মালিকদের সংগঠনের সদস্য।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।