Pulwama Bus Accident: সাত সকালেই বাস দুর্ঘটনায় মৃত ৪, আহত একাধিক

Pulwama Bus Accident: শনিবার সকালে পুলওয়ামায় উলটে গেল বাস। দুর্ঘটনায় মৃত ৪ পরিযায়ী।

Pulwama Bus Accident: সাত সকালেই বাস দুর্ঘটনায় মৃত ৪, আহত একাধিক
ছবি সৌজন্যে: টুইটার

| Edited By: অঙ্কিতা পাল

Mar 18, 2023 | 12:13 PM

পুলওয়ামা: শনিবার সকাল সকাল কাশ্মীরের পুলওয়ামায় দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্ততপক্ষে ২৮ জন। দক্ষিণ কাশ্মীরের বারসু এলাকায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বাসটি। যাত্রাপথেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর উলটে যায়। এই ভয়াবহ ঘটনাতেই প্রাণ গেল ৪ যাত্রীর। আর দুর্ঘটনাস্থল থেকে পালিয়েছে চালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ৪ মৃত যাত্রী বিহারের বাসিন্দা। এই ঘটনাতে ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জনকে সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে বিহারের এক যাত্রী জানিয়েছেন, “চালক বাসটি ভালভাবেই চালাচ্ছিল। অবন্তিপুরা অবধি সব ঠিকঠাকই ছিল। তারপরই চালক বাসের গতি বাড়িয়ে দেয়। এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পালিয়েছে বাস চালক।”

দুর্ঘটনার সময় বাসে ৫০ থেকে ৫২ জন যাত্রী ছিলেন। বাস যাত্রী বলেন, “অনেকেই আহত হয়েছেন। ৩ থেকে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পাম্পোরে জেলা হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।”