Amritsar Fire: ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল ৪ জনের

কারখানার মধ্যে প্রচুর রাসায়নিক মজুত থাকায় সেই আগুন কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন প্রান্তে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর জেরেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার সতিন্দর পাল সিং।

Amritsar Fire: ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল ৪ জনের
ওষুধ কারখানায় আগুনImage Credit source: Twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Oct 06, 2023 | 9:40 AM

অমৃতসর: পঞ্জাবের অমৃতসরে একটি ওষুধ কারখানায় আগুন লাগে বৃহস্পতিবার রাতে। ওষুধের কারখানায় বিভিন্ন রকমের রাসায়নিক মজুত থাকায় আগুন লাগার পরই তা ভয়াবহ আকার ধারণ করে। এই অগ্নিকাণ্ডের জেরে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অমৃতসরের কাছে নাগ কালান গ্রামে রয়েছে ওই কারখান। সেখানেই এই ঘটনা ঘটেছে। তবে এখন সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাতে অমৃতসরের ওষুধের কারখানায় যখন আগুন লাগে, তখন সেখানে কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। আগুন লাগতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কারখানার মধ্যে প্রচুর রাসায়নিক মজুত থাকায় সেই আগুন কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন প্রান্তে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর জেরেই ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার সতিন্দর পাল সিং। বেশ কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

 

তবে কী থেকে ওই ওষুধ কারখানায় আগুন লাগে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অন্য দিকে মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় একটি বহুতলে আগুন লাগে শুক্রবার ভোরে। সেই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৪৪ জন। সেখানে আগুন নিয়ন্ত্রণে এসেছে যদিও এখন কাজ করছেন দমকলকর্মীরা।