
লখনউ: নিজের সন্তান, তার উপরও এমন নৃশংসতা? চার বছরের শিশুকন্যাকে বেলন-চাকি দিয়ে পিটিয়ে মারলেন বাবা। ওই শিশুকন্যার কী অপরাধ? ৫০ পর্যন্ত গুনতে পারেনি। সেই রাগেই মেয়েকে মেরে ফেললেন বাবা। মৃত্যুকে দুর্ঘটনা দেখানোরও চেষ্টা করেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। শিশুকন্যার মা পুলিশে খবর দেন। গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। গত ২১ জানুয়ারি কৃষ্ণ জয়সওয়াল নামক ওই ব্যক্তি নিজের কন্যা সন্তানকে বাড়িতে পড়াচ্ছিলেন। তিনি মেয়েকে ৫০ পর্যন্ত গুনতে বলেন, কিন্তু তা পারেনি ওই খুদে। ব্যস, এতেই রাগে মারধর শুরু করেন তিনি। রুটি বেলার বেলনা দিয়ে এতটাই মারেন যে সংজ্ঞাহীন হয়ে পড়ে শিশুকন্যা। বিপদ বুঝে কাছেরই একটি সরকারি হাসপাতালে নিয়ে যান সন্তানকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
বাড়িতে ফোন করেন অভিযুক্ত। স্ত্রীকে মেয়ের মৃত্যুর খবর দেন, তবে গল্পটা একটু বদলে দেন। বলেন যে খেলতে খেলতে মেয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। চোট লেগে তাঁর মৃত্যু হয়েছে।
মেয়ের মৃত্য়ুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মা। তবে তিনি লক্ষ্য করেন যে সন্তানের শরীর জুড়ে একাধিক আঘাতের চিহ্ন। সন্দেহ হওয়াতেই তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে জেরা করতেই অভিযুক্ত যাবতীয় অপরাধ স্বীকার করে নেয়। জেরায় তিনি বলেন যে মেয়ে পড়া না পারাতেই তিনি পিটিয়ে মেরে ফেলেছেন।