AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chhattisgarh: মুছে গেল অন্ধকার! ছত্তীসগঢ়ের এই গ্রামে ৪০ বছর পর এল আলো

Maoist Effected Village: জানা গিয়েছে, এককালে এই গ্রামে টেকা দায় হয়ে উঠেছিল সাধারণ মানুষের। কারণ, মাওবাদী কার্যকলাপ। গ্রামে বিদ্যুতের তার কেটে দিয়েছিল তারা। এমনকি ওই মাওবাদীদের দাপট এতটাই ছিল যে শুধু বিদ্যুৎই নয়।

Chhattisgarh: মুছে গেল অন্ধকার! ছত্তীসগঢ়ের এই গ্রামে ৪০ বছর পর এল আলো
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: May 25, 2025 | 7:11 PM
Share

রায়পুর: অন্ধকারেই কেটে গিয়েছে চার দশক। বিদ্যুতের আলো বলেও কিছু হয় সেই নিয়ে তো ধারণাও ছিল না অনেক খুদের মনে। এবার সেই অন্ধকার চিরে ঢুকে গেল আলোকরশ্মি। ৪০ বছর পর ছত্তীসগঢ়ের সুকমা জেলার পোলামপাড় গ্রামে এল বৈদ্যুতিক আলো।

জানা গিয়েছে, এককালে এই গ্রামে টেকা দায় হয়ে উঠেছিল সাধারণ মানুষের। কারণ, মাওবাদী কার্যকলাপ। গ্রামে বিদ্যুতের তার কেটে দিয়েছিল তারা। এমনকি ওই মাওবাদীদের দাপট এতটাই ছিল যে শুধু বিদ্যুৎই নয়। রাস্তাঘাট থেকে শুরু করে জল, সমস্ত সরকারি পরিষেবাই থমকে দিয়েছিল তারা। কিন্তু সেই দাপট এখন কমেছে। ক্রমাগত অভিযান চালিয়ে সুকমাকে মাওবাদী-মুক্ত করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

আলো আসার পর গ্রামের এক বাসিন্দা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, ‘এত বছর পর বিদ্য়ুৎ আলো দেখে আমরা খুব খুশি। শনিবার থেকে টানা আলো আসছে আমাদের গ্রামে।’ গতবছর সুকমা জেলার এই গ্রামে ক্য়াম্প তৈরি করেছে আধাসেনা। গ্রামবাসীদের মাওবাদী প্রকোপ থেকে মুক্ত করতে তৈরি হয়েছিল এই ছাউনি।

এদিন সুকমার পুলিশ সুপার কিরণ চওয়ান বলেন, ‘৪০ বছর পর বিদ্যুৎ এসেছে। গতবছর আধাসেনা গ্রামের পাশে নিজেদের অস্থায়ী ছাউনি তৈরি করে। তার ঠিক এক বছরের মধ্য়ে আলো এল। ওদের উদ্যোগেই এই উন্নয়ন।’