নয়া দিল্লি : বুধবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্তারা ৪৫টি পিস্তল সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। বন্দুকগুলো আসল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) সন্ত্রাস দমন শাখা এই মামলার তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সবকটি বন্দুক ‘আসল’। তবে ব্যালিস্টিক রিপোর্টগুলি নিশ্চিত করবে যে বন্দুকগুলি আসল কি না। টুইটারে সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা ভিজ্যুয়ালে দেখা যাচ্ছে একটি টেবিলের উপর সুন্দরভাবে হ্যান্ডগান রাখা আছে। আরও বন্দুক একটি প্লাস্টিকের ব্যাগে ফেলা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই-কে এক কর্মকর্তা এই বিষয়ে বলেন, ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করেছে যে বন্দুকগুলি সম্পূর্ণরূপে কার্যকরী।’ জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম জগজিৎ সিং এবং জাসবিন্দর কৌর। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। এই দম্পতি গত ১০ জুলাই ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে ভারতে ফিরেছিলেন। তাদের নজরদারিতে রাখা হয়েছিল। জগজিৎ সিং দুটি ট্রলি ব্যাগে পিস্তলসহ ধরা পড়েন। যা তাকে তার ভাই মনজিৎ সিং দিয়েছিল।
শুল্ক কর্মকর্তাদের মতে, মহিলা যাত্রী তার স্বামীকে বন্দুক ভর্তি ট্রলি ব্যাগ নিয়ে পালাতে সাহায্য করেছিল। ব্যাগে থাকা ট্যাগগুলি সরিয়ে ফেলে স্বামীকে সাহায্য করেছিল স্ত্রী। এক কর্মকর্তা বলেন, ‘যাত্রী-১ (পুরুষ যাত্রী) যেই দুটি ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছিল, তা পরীক্ষা করে দেখা যায় যে তাতে ৪৫টি বিভিন্ন ব্র্যান্ডের বন্দুক ছিল। উদ্ধারকৃত বন্দুকের আনুমানিক মূল্য ২২.৫ লাখ টাকা।’ অভিযুক্ত উভয়ই জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা এর আগে তুরস্ক থেকে ২৫টি পিস্তল ভারতে এনেছিল। ঘটনার প্রেক্ষিতে আরও তদন্ত চলছে। এদিকে এখনও ভারতীয় তদন্তকারীরা এই বিষয়ে স্পষ্ট হতে পারেননি যে ভিয়েতনামে এই বন্দুক ভর্তি ট্রলি নিয়ে দু’জন উঠল কীভাবে।