Road Accident: লরি এসে পিষে দিল অটোকে, ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিকান্দ্র থেকে ভাগওয়ান টকিজে যাচ্ছিল অটোটি। ওই অটো যখন গুরুদ্বার গুরু কা তাল এলাকা দিয়ে যাচ্ছিল, তখনই ওই লরির ধাক্কা মারে অটোতে। এর জেরে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। অটো পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃতদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন। এর পর পুলিশ এসে অটোর মধ্যে থেকে মৃতদেহগুলি উদ্ধার করে।

Road Accident: লরি এসে পিষে দিল অটোকে, ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের
দুর্ঘটনার পর অটোর অবস্থাImage Credit source: Twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Dec 02, 2023 | 8:28 PM

আগ্রা: যাত্রীবাহী অটোতে লরির ধাকার জেরে মৃত্যু হল পাঁচ জনের। ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে এই পথ দুর্ঘটনা ঘটেছে দিল্লি-আগ্রা হাইওয়েতে। ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই হাইওয়েতে ব্যাপক যানজট হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। তার পর দুর্ঘটনাগ্রস্ত অটো সরানো হয় রাস্তার মাঝ থেকে। এর পর যান চলাচল স্বাভাবিক হয় সেখানে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিকান্দ্র থেকে ভাগওয়ান টকিজে যাচ্ছিল অটোটি। ওই অটো যখন গুরুদ্বার গুরু কা তাল এলাকা দিয়ে যাচ্ছিল, তখনই ওই লরির ধাক্কা মারে অটোতে। এর জেরে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। অটো পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃতদের মধ্যে এক জন মহিলাও রয়েছেন। এর পর পুলিশ এসে অটোর মধ্যে থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। এক জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকাল নাগাদ ঘটা এই দুর্ঘটনার জেরে আগ্রা-দিল্লি হাইওয়ের মথুরাগামী লেনে ব্যাপক যানজটের তৈরি হয়। তবে ঘটনার পর থেকেই ঘাতক লরির চালক পলাতক। ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে লরিচালককে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই এলাকায় খুবই দুর্ঘটনাপ্রবণ বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর সেখানে আন্ডারপাস তৈরির জন্য আরও এক বার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।