২৫ হাজারে বিক্রি নকল রেমডিসিভির! দিল্লি পুলিশের হাতে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার ৫

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 30, 2021 | 8:37 AM

উত্তরাখণ্ডের কোদ্বার এলাকায় তৈরি হচ্ছিল নকল রেমডিসিভির। প্রতিটি ইঞ্জেকশন বিক্রি করা হচ্ছিল ২৫ হাজার টাকায়।

২৫ হাজারে বিক্রি নকল রেমডিসিভির! দিল্লি পুলিশের হাতে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার ৫
নকল রেমডিসিভির তৈরির যন্ত্রপাতি।

Follow Us

নয়া দিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ যখন নাজেহাল। তখন অসহায়তার সুযোগ নিয়েই দেদার চলছে কালোবাজারি। সূত্র মারফত খবর পেয়েই উত্তরাখণ্ডে হানা দিয়ে নকল রেমডিসিভির তৈরি ও বিক্রির চক্র সামনে আনল দিল্লি পুলিশ। নকল ওষুধ বানানো ও বিক্রির ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেশজুড়ে রেমডিসিভিরের চাহিদা বৃদ্ধি পেতেই ব্যপকহারে কালোবাজারি শুরু হয়েছে। এক-একটি ভাইল ২৫ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই সহ একাধিক জায়গা থেকেই ওষুধের কালোবাজারি করার জন্য একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানায় নকল রেমডিসিভির তৈরির খবর পেয়েই বৃহস্পতিবার উত্তরাখণ্ডের কোদ্বার এলাকায় তল্লাশি চালায় দিল্লি পুলিশ। সেখানে একটি কারখানা থেকে ১৯৬টি নকল রেমডিসিভির ইঞ্জেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি প্যাকিং মেশিন, রেমডিসিভিরের খালি প্যাকেটও উদ্ধার করা হয়।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা ইতিমধ্যেই সাধারণ মানুষকে ঠকিয়ে দুই হাজার নকল রেমডিসিভির ইঞ্জেকশন বিক্রি করেছে। দিল্লি পুলিশের কমিশনার এসএন শ্রীবাস্তব এই বিষয়ে টুইট করে বলেন, “কার্যকরী সূত্র মারফত খবর পেয়েই দিল্লি পুলিশ তদন্ত চালিয়ে উত্তরাখণ্ডের কোদ্বার একটি ওষুধ প্রস্তুতকারক শাখার খোঁজ মেলে, যেখানে বিশাল সংখ্যক পরিমাণে নকল রেমডিসিভির তৈরি করা হচ্ছিল এবং ২৫ হাজার টাকারও বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই কাজের সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি টুইটে আরও জানান, ১৯৬টি নকল রেমডিসিভির বিক্রির জন্য প্রস্তুতই ছিল। অভিযুক্তরা ইতিমধ্যেই সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে দুই হাজার নকল রেমডিসিভির বিক্রি করেছে। ওই কারখানা থেকে প্যাকিং মেশিন ও ফাঁকা রেমডিসিভিরের প্যাকেটও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: উপত্যকাতেও করোনার থাবা, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ৪ দিনের লকডাউন ১১ জেলায়

Next Article