শ্রীনগর: বৃহস্পতিবার (২২ ডিসেম্বর), জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটি গাড়িতে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। বৃহস্পতিবার রাতেই তিন সেনা কর্মীর শহিদ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তারপর, রাতভর জঙ্গিদের সঙ্গে গুলি যুদ্ধে আরও দুই সেনা কর্মী শহিদ হয়েছেন বলে জানিয়েছে বাহিনী। সব মিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজন সেনাকর্মী শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জওয়ান। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত থেকেই ডেরা কি গলি এবং তার আশেপাশের এলাকায় জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। শুক্রবার সকালেও, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় জারি আছে।
জম্মুর প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাত থেকেই ডেরা কি গলি এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়েছে যৌথ বাহিনীর। তার আগে, বৃহস্পতিবার, বিকেল পৌনে চারটে নাগাদ সেনার দুটি গাড়ির উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই দুই গাড়িতে করে সেনাকর্মীদের নিয়ে আসা হচ্ছিল যৌথ অভিযানের এলাকায়। রাস্তাতেই তাদের উপর হামলা চালিয়েছিল দঙ্গিরা। তবে, অবিলম্বে সেই হামলার জবাব দিতে শুরু করে জওয়ানরা।
প্রসঙ্গত, গত মাসে রাজৌরি জেলারই কালাকোটে, সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক বিশেষ বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছিল। সেই ঘটনায় সেনার দুই ক্যাপ্টেন সহ পাঁচ সেনাকর্মী শহিদ হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সালের মধ্যে রাজৌরি-পুঞ্চ এলাকা মোটামুটিভাবে সন্ত্রাসবাদ মুক্ত ছিল। কিন্তু, তারপর থেকে এই এলাকায় ঘন ঘন সংঘর্ষ শুরু হয়েছে। গত দুই বছরে এই এলাকা সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। মাঝেমঝেই রাজৌরিতে সেনাবাহিনীর উপর বড় ধরনের হামলা চালাচ্ছে জঙ্গিরা। চলতি বছরের এপ্রিল এবং মে মাসে, এই এলাকায় জোড়া হামলায় ১০ জন সেনাকর্মী শহিদ হয়েছিলেন। গত দুই বছরে এখানে সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে ৩৫ জনেরও বেশি সেনাকর্মী শহিদ হয়েছেন।