Minor Abuse: স্কুলের মধ্যেই ৫ বছরের বাচ্চাকে ধর্ষণের অভিযোগ!

জানা গিয়েছে, রোজদিনের মতোই স্কুলে গিয়েছিল ওই বাচ্চাটি। স্কুলের মধ্যেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্কুলের মধ্যে একরত্তি বাচ্চার উপর কী ভাবে যৌন নির্যাতন চলল, সে নিয়ে উঠছে প্রশ্ন।

Minor Abuse: স্কুলের মধ্যেই ৫ বছরের বাচ্চাকে ধর্ষণের অভিযোগ!
প্রতীকী ছবি

| Edited By: অংশুমান গোস্বামী

Aug 03, 2023 | 6:21 PM

রাঁচী: পাঁচ বছরের বাচ্চাকে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। স্কুলের মধ্যেই ওই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীতে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা ওই স্কুলেই লোয়ার কেজি স্তরের ছাত্রী। ঘটনা নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। ঘটনা নিয়ে ইতিমধ্যেই পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গিয়েছে, রোজদিনের মতোই স্কুলে গিয়েছিল ওই বাচ্চাটি। স্কুলের মধ্যেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্কুলের মধ্যে একরত্তি বাচ্চার উপর কী ভাবে যৌন নির্যাতন চলল, সে নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পর স্কুলের মধ্যে নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে।

এই ঘটনা নিয়ে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। সে রাজ্যের বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও বলেছেন, “রাজ্যে ৫ বছরের এক বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছএ স্কুলের ভিতর। যে দৈত্য একরত্তির বাচ্চার উপর নির্যাতন চালিয়েছে তাকে গ্রেফতার করতে হবে।” পুলিশ জানিয়েছে, ধর্ষণে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।