Bizarre Crime: প্রেমিকার সঙ্গে পালাবে, নিজের খুন হওয়ার গল্প ফাঁদলেন ৫৮ বছরের ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 30, 2022 | 7:30 AM

সুভাষের মৃত্যুর বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় আলান্দি থানায়। দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ দায়ের হয়।

Bizarre Crime: প্রেমিকার সঙ্গে পালাবে, নিজের খুন হওয়ার গল্প ফাঁদলেন ৫৮ বছরের ব্যক্তি
প্রতীকী ছবি

Follow Us

পুণে: বয়স ৫৮ বছর। এই বয়সেও এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। এমনকি পরিবার ছেড়ে ওই মহিলার সঙ্গে সংসার পাতারও সিদ্ধান্ত নিয়েছেন। সে জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। আর পালিয়ে যাওয়ার পর যাতে সকলে তাঁকে খোঁজাখুঁজি না করেন, সে জন্য ফন্দি এঁটেছিলেন। নিজের মৃত্যুর গল্প ফেঁদেছিলেন। চেয়েছিলেন পরিবারের কাছে নিজেকে মৃত দেখাতে। সে জন্য এক শ্রমিককে খুন করে তাঁর দেহ ক্ষতবিক্ষত করে দেন যাতে তাঁকে চেনা না যায়। ওই ব্যক্তি নিজেও কৃষক। মহারাষ্ট্রের পিম্পি চিচওয়াড়ে ঘটেছে এই ঘটনা। খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুণে শহর থেকে ২২ কিলোমিটার দূরে খেদ তালুকায় রয়েছে খুর্দ গ্রাম। সেই গ্রামেরই বাসিন্দা ৫৮ বছরের ওই ব্যক্তি। তাঁর নাম কেরবা চবন থ্রোবে। সুভাষ নামে এলাকায় পরিচিত তিনি। এক মহিলার সঙ্গে পালিয়ে যাওয়ার পর নিজের মৃত্যুর নাটক সাজাতে এক শ্রমিককে খুন করেন। ওই শ্রমিকের নাম রবীন্দ্র ভিমাজি ঘেনান্দ। ৪৮ বছরের ওই শ্রমিককে খুন করে তাঁর দেহ ক্ষতবিক্ষত করে দেন। যাতে তাঁকে সহজে চেনা না যায়।

সুভাষের মৃত্যুর বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় আলান্দি থানায়। দুর্ঘটনায় সুভাষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ দায়ের হয়। তদন্ত নামে পুলিশ। যে দেহ মিলেছিল। সেই দেহ থেকে আলাদা ছিল মুণ্ড। দেহ ছিল ক্ষতবিক্ষত। পুলিশ ভেবেছিল। কোনও বন্য জন্তু হয়তো দেহ নিয়ে গিয়েছে। কিন্তু পরণের পোশাক দেখে ওই ব্যক্তিকে সনাক্তের চেষ্টা চালাতে থাকে পুলিশ। ইতিমধ্যেই ওই শ্রমিকের খোঁজও পাওয়া যাচ্ছিল না। তাঁর পরিবারের লোকও নিখোঁজ ডায়েরি করে। তখন পোশাক দেখে জানতে পারে, মৃত ব্যক্তি রবীন্দ্র নামের ওই শ্রমিক। এর পর সুভাষের খোঁজ শুরু হয়।

পুলিশ জানিয়েছে, রবীন্দ্রকে হত্যার পর নিজের পোশাক তাঁর গায়ে পরিয়ে দেয়। যাতে পুলিশকে বিভ্রান্ত করা যায়। কিন্তু সুভাষের মোবাইল ট্রাক করে পুলিশ জানতে পারে। তাঁর মোবাইল বিভিন্ন লোকেশনে বদল হচ্ছে। এর পর সুভাষকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। প্রেমিকার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্যই এই কাজ করেছে বলেও স্বীকার করেছে অভিযুক্ত।

Next Article