নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার ৬

arunava roy |

Jun 05, 2021 | 5:07 PM

আটক ৬ জনের মধ্যে নাম জড়িয়েছে এক অভিনেতারও। অভিনেতার নেম পার্ল ভি পুরি (Pearl V Puri)। টেলিভিশনে জনপ্রিয় 'নাগিন' ধারাবাহিকের অভিনেতা তিনি।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার ৬
মুম্বইয়ে গ্রেফতার ৬

Follow Us

মুম্বই: ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ৬ জনকে। মুম্বইয়ে মালবানি অঞ্চলে নাবালিকাকে ধর্ষণ (Rape) করা হয়। ঘটনার জেরে ৬ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারায় ও পসকো (POCSO) আইন অনুসারে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

এএনআইয়ের পক্ষ থেকে একটি টুইটে জানানো হয়েছে, “মুম্বইয়ে মালবানি এলাকায় ১৬ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারায় ও পসকো আইন অনুসারে তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

আটক ৬ জনের মধ্যে নাম জড়িয়েছে এক অভিনেতারও। অভিনেতার নাম পার্ল ভি পুরি। টেলিভিশনে জনপ্রিয় ‘নাগিন’ ধারাবাহিকের অভিনেতা তিনি। ২০১৯ সালে ধর্ষিতা এবং তার মা অভিযোগ দায়ের করেছিলেন। দু’বছর বাদে সেই ঘটনায় গ্রেফতার করা হল ৬ জনকে। মুম্বই পুলিশের ডিসিপি সঞ্জয় পাটিল জানিয়েছেন, এই মুহূর্তে অভিনেতা পুলিশি হেফাজতে আছেন।

 

আরও পড়ুন: আরএসএস প্রধান মোহন ভাগবতের টুইটার অ্যাকাউন্ট থেকে উধাও ব্লু টিক

 

Next Article