AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agra: নদীর তীরে রিল বানাচ্ছিল, স্নান করতে নেমে তলিয়ে গেল ৬ কিশোরী

Agra: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নাবালিকারা প্রথমে নদীর তীরে খেলছিল এবং ভিডিয়ো রেকর্ডিং করছিল। তারপর নদীর জলে নামে। অনেক দূর পর্যন্ত চলে যায়। তখনই নদীর ঢেউয়ে ভেসে যায় তারা। চিৎকার শুরু করেন আশপাশের লোকজন। ২ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।

Agra: নদীর তীরে রিল বানাচ্ছিল, স্নান করতে নেমে তলিয়ে গেল ৬ কিশোরী
মৃতদের পরিজনদের সঙ্গে কথা বলছেন আগ্রার জেলাশাসকImage Credit: TV9 Network
| Updated on: Jun 04, 2025 | 6:38 PM
Share

আগ্রা: মর্মান্তিক। যমুনা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৬ কিশোরী। তাদের উদ্ধারের চেষ্টা করা হলেও কাউকে বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সিকান্দ্র থানা এলাকায়। নদীতে স্নান করতে নামার আগে ওই ৬ কিশোরী নদী তীরে খেলছিল এবং মোবাইলে রিল বানাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়েই নদী তীরে ভিড় জমান গ্রামের বাসিন্দারা। পুলিশ-প্রশাসনের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। মৃতদের পরিজনদের সঙ্গে দেখা করেন আগ্রার জেলাশাসক অরবিন্দ মাল্লাপ্পা বাঙ্গারি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নদীর তীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

মৃত ৬ কিশোরীর দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, মৃত কিশোরীদের পরিবারগুলিকে প্রয়োজনীয় সাহায্য করা হবে। শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী বিপর্যয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ওই কিশোরীরা প্রথমে নদীর তীরে খেলছিল এবং ভিডিয়ো রেকর্ডিং করছিল। তারপর নদীর জলে নামে। অনেক দূর পর্যন্ত চলে যায়। তখনই নদীর ঢেউয়ে ভেসে যায় তারা। চিৎকার শুরু করেন আশপাশের লোকজন। ২ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই তাদের মৃত্যু হয়।

মৃত এক কিশোরীর আত্মীয় বলেন, “নদীর তীরের কাছে একটি খেত রয়েছে। সেখানে সবাই কাজ করছিল। প্রচণ্ড গরম হওয়ায় তারা নদীতে স্নান করতে যায়। এমন ঘটবে আমরা ভাবতেও পারছি না।”