AQIS : পড়শি রাজ্য থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন আলকায়দা জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 16, 2022 | 7:58 PM

AQIS : সন্ত্রাসবাদী সন্দেহে ৬ জনকে গ্রেফতার করা হল।

AQIS : পড়শি রাজ্য থেকে গ্রেফতার ৬ সন্দেহভাজন আলকায়দা জঙ্গি
প্রতীকী ছবি

Follow Us

গুয়াহাটি : সন্ত্রাসবাদী সন্দেহে ৬ জনকে গ্রেফতার করা হল। শনিবার অসমের বড়পেতা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের আল-কায়দা নেটওয়ার্কের সঙ্গে তাদের কোনওরকম যোগ রয়েছে। এই সন্দেহেই তাদের এদিন গ্রেফতার করা হয়।

পুলিশ সুপারিনটেনডেন্ট অমিতাভ সিনহা বলেছেন, “আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (AQIS) এর সঙ্গে জড়িত সন্দেহভাজন ছয় জনকে শুক্রবার হাউলির একটি মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে।” ইতিমধ্য়েই গ্রেফতার হওয়া কয়েকজন জিহাদির সূত্র ধরেই এই ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ৪ মার্চ কয়েকজন জিহাদিকে গ্রেফতার করা হয়েছিল। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপারিনটেনডেন্ট বলেছেন, “গত ৪ মার্চ গ্রেফতার হওয়া জিহাদিদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই আমরা এই ছয় জনকে গ্রেফতার করেছি।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ছয় জনই বড়পেতার বাসিন্দা। সিনহা জানিয়েছেন যে, একিউআইএস-র সদস্য মোহাম্মদ সুমন ওরফে সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদের সঙ্গে সরাসরি যোগ ছিল এই ছয় জনের। উল্লেখ্য, ৪ মার্চ বড়পেতা জেলা থেকেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক ছিল। আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের আনসারুল ইসলামের সঙ্গে সংযোগের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন : RJD : ‘সেদিন আর বেশি দূরে নেই…,’ বিহারে উপনির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী আরজেডি

আরও পড়ুন : Women Trafficking : স্বামীর সঙ্গে অভিমান করে পাচার মহিলা, দেড় লাখে হল পরপুরুষের সঙ্গে বিয়েও!

আরও পড়ুন : PM Modi : ‘২৫ বছরেই ঘুচবে বেকারত্বের জ্বালা,’ হনুমান জয়ন্তীতে নতুন দিশা মোদীর

Next Article