
গুয়াহাটি: ভয়ঙ্কর। স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বচসা, তাতেই রাগে স্ত্রীর মুণ্ড কেটে নিলেন স্বামী। স্ত্রীর কাটা মুণ্ড নিয়েই সাইকেল চালিয়ে গেলেন থানায়, করলেন আত্মসমর্পণ। গোটা ঘটনায় স্তম্ভিত পুলিশও। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।
এই ঘটনাটি ঘটেছে অসমের চিরাং জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিতিস হাজোং। বছর ষাটের ওই ব্যক্তি শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে খুন করেন। এরপর সাইকেলে করে সেই কাটা মুণ্ড নিয়ে থানায় হাজির হন। তাঁর হাতে-পায়ে এবং সাইকেলে রক্ত মাখা ছিল।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দাম্পত্য কলহের জেরেই ওই ব্যক্তি তাঁর স্ত্রী বজন্তীকে খুন করেন। ধারাল কোনও অস্ত্র দিয়ে ধড় থেকে মাথা আলাদা করে দেন। কয়েক কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে তিনি কাটা মুণ্ড নিয়ে থানায় যান।
প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ব্যক্তি দিনমজুরের কাজ করেন। প্রায়দিনই সামান্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হত। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পরই স্বামী-স্ত্রীর মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া শুরু হয়। তারপরই স্ত্রীকে খুন করেন।
পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরাও নমুনা সংগ্রহ করেছেন। ধৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে।