বেঙ্গালুরু: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়া বা মৃত্যুর ঘটনার খবর হামেশাই শোনা যায়। এবার প্রায় সেই একই ঘটনা ঘটল একটি তেলের কারখানায়। তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে আর ওঠা হল না ৭ শ্রমিকের। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাকিনাড়া জেলার একটি বেসরকারি তেল কোম্পানিতে। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন জগন্মোহন রেড্ডির প্রশাসন।
পুলিশ জানায়, কাকিনাড়া জেলার অমবতি সুবান্না তেল কোম্পানিতে নির্মাণ কাজ চলছিল। তার মধ্যেই এদিন কারখানার ২৫ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু হয়েছে ৭ শ্রমিকের। মৃতদের মধ্যে ৫ জন পেদেরু এবং ২ জন পেদাপুর এলাকার বাসিন্দা। তেলের ট্যাঙ্কে নেমে কী ভাবে তাঁদের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। দমবন্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল ৮টা নাগাদ ২৫ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কে নেমেছিলেন ৭৬ শ্রমিক। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের কোনও সাড়াশব্দ না পাওয়ায় কারখানার অন্যান্য শ্রমিকেরা তাঁদের ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও সাড়া-শব্দ না পাওয়ায় কারখানার কয়েকজন শ্রমিক ট্যাঙ্কে উঁকি মারেন। তখনই দেখতে পান, ৭ জনই অচৈতন্য অবস্থায় ট্যাঙ্কের ভিতর পড়ে রয়েছেন। এরপরই কারখানায় শওরগোল পুড়ে যায়। তারপর পুলিশ ও কারখানার শ্রমিকেরা ওই ৭ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু, বাঁচানো যায়নি। প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা।
এভাবে তেলের ট্যাঙ্কে নেমে ৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানা কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। কোনও নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের ট্যাঙ্কের ভিতর নামানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ করা হবে বলেও পুলিশকর্তা জানিয়েছেন।