পাটনা: তীর্থ যাত্রায় গিয়ে কোভিড (Covid-19) আক্রান্ত। বিহারের বৌদ্ধগয়ায় (Buddha Gaya) কোভিডের নমুনা পরীক্ষায় আরও সাতজনের রিপোর্ট পজিটিভ এল সোমবার। এর ফলে গত দু’দিনে মোট সক্রিয় করোনা পজ়িটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জন। অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজের তরফে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। এখানেই তীর্থ যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করানো হচ্ছে। এদিকে গতকালই বৌদ্ধগয়া যাওয়ার আগেই কলকাতা বিমান বন্দরে কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে এক বিদেশি মহিলার। তিনি কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে কলকাতা বিমানবন্দরে আসেন বলে জানা গিয়েছে।
এই ১১ জনের রিপোর্ট পজ়িটিভ আসার পাশাপাশি আরও ১৩ জনের নুমনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টে এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত, আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর তিব্বতের আধ্যাত্মিক গুরু দলাই লামার একটি ধর্মীয় বক্তৃতা দেওয়ার কথা। প্রায় ১০০,০০ ভক্তের এই অনুষ্ঠানে জমায়েত হওয়ার কথা। তার আগেই কোভিড আক্রান্তের খবর মিলছে। এদিকে জানা গিয়েছে, কালাচক্র ময়দানের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রায় ৫০ টি দেশ থেকে ২০ হাজার পুণ্যার্থী অনলাইনে রেজিস্টার করেছে।
এদিকে এর আগেই চারজন বিদেশির কোভিড আক্রান্তের খবর মিলেছিল। গতকাল জেলার এক বর্ষীয়ান মেডিক্যাল আধিকারিক জানিয়েছেন, তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য রবিবার পাঠানো হয়েছে। প্রসঙ্গত, চিন,জাপান সহ বিশ্বের একাধিক দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। এর মধ্যে চিনে সবথেকে বেশি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, সেখানে আগামী কয়েক মাসে প্রায় ১০ লক্ষ নাগরিক কোভিডে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। চিনের এই পরিস্থিতিতে সতর্ক রয়েছে দিল্লিও। একাধিক বৈঠকের পর বেশ কিছু কোভিড নির্দেশিকা বেঁধে দিয়েছে কেন্দ্র। এর মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি রাজ্যগুলিকে কোভিড পরীক্ষায় জোর দিতে বলেছে কেন্দ্র। সঙ্গে করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিংয়েও জোর দেওয়ার কথা বলা হয়েছে।