নয়া দিল্লি: সম্প্রতি মহাকাশ পাড়ি দিয়েছে ভারতের চন্দ্রযান ৩। আর এবার আরও এক নয়া সাফল্যের পালক ইসরোর মুকুটে। সিঙ্গাপুরের ৭টি স্য়াটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেট। রবিবার ভোর ৬টা ৩০ মিনিটে PSLV-C56 নামে ওই রকেট উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরো।
মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের সঙ্গে সিঙ্গাপুরের যে চুক্তি রয়েছে, তা আরও সমৃদ্ধ হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। PSLV-C56 নামে ওই রকেট বাণিজ্যিক কাজের জন্যই তৈরি করা হয়েছে। যে কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হয়েছে, সেগুলি ওই দেশের সরকারের বিভিন্ন তথ্য সংগ্রহের কাজে লাগবে বলে জানা গিয়েছে।
সাতটি স্যাটেলাইটের মধ্যে DS-SAR নামে একটি স্যাটেলাইটও রয়েছে যা তৈরি করেছে এসটি ইঞ্জিনিয়ারিং ও সিঙ্গাপুর সরকারের প্রতিরক্ষা বিজ্ঞান বিভাগ। সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার জন্য ছবি সংগ্রহ করবে উন্নত প্রযুক্তি সম্পন্ন এই স্যাটেলাইট। এছাড়াও রয়েছে আরও ৬টি স্যাটেলাইট। প্রত্যেকটির পৃথক পৃথক কাজ রয়েছে। বাকি স্যাটেলাইটগুলি হল VELOX-AM, ARCADE, SCOOB-II, NuLIoN by NuSpace, Galassia-2 এবং ORB-12 STRIDER। এর মধ্যে কোনও উপগ্রহ আবহাওয়া সংক্রান্ত খবর সংগ্রহ করবে, কোনওটি প্রযুক্তি সংক্রান্ত কাজে ব্যবহার হবে। এদিন ভারত ৪৩১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ করল।
????India-Singapore space partnership ? marks another milestone with the launch? of 7 Singaporean satellites?️ by Indian space agency ISRO today. Here is a thread (1/7)-@isro @NSIL_India @SGinIndia https://t.co/qsbKoporsp
— India in Singapore (@IndiainSingapor) July 30, 2023