Ram Mandir Dhwajarohan News: বাতিল হচ্ছে বুকিং, রাম মন্দির ঘিরেছে বিরাট নিরাপত্তা বাহিনী! কী চলছে সেখানে?

PM Modi Visit Ayodhya: এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ৭ হাজারের বেশি অতিথি। দেশ-বিদেশ থেকে আসছেন ভিভিআইপি-রা। এঁদের মধ্যে ৮০ জন রাম মন্দির ট্রাস্টের অন্যতম দাতা। এছাড়াও আসছেন কাশি-অযোধ্যার বৈদিক গবেষকরা। থাকছে বড় বড় নেতা-মন্ত্রীরাও। আর বিশিষ্টদের নিরাপত্তা প্রদানে এক কাট্টা হয়েছে পুলিশ-র‌্যাফ।

Ram Mandir Dhwajarohan News: বাতিল হচ্ছে বুকিং, রাম মন্দির ঘিরেছে বিরাট নিরাপত্তা বাহিনী! কী চলছে সেখানে?
কী চলছে রাম মন্দিরে?Image Credit source: PTI

|

Nov 23, 2025 | 12:13 PM

নয়াদিল্লি: একেবারে কড়া নিরাপত্তা। মোতায়েন হয়ে গিয়েছে পুলিশ, বাহিনী। চারদিকে চলছে নজরদারি। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে অযোধ্যার প্রশাসন। কিন্তু এই তৎপরতা কীসের জন্য? কী এমন রয়েছে সেখানে? আগামী ২৫ নভেম্বর রাম মন্দিরে রয়েছে ধ্বজারোহণ অনুষ্ঠান। রাম মন্দিরের ১৯১ ফুট চূড়ায় হবে পতাকা উত্তোলেন। যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর এই ধ্বজারোহণ ঘিরেই উন্মাদনার শেষ নই।

এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ৭ হাজারের বেশি অতিথি। দেশ-বিদেশ থেকে আসছেন ভিভিআইপি-রা। এঁদের মধ্যে ৮০ জন রাম মন্দির ট্রাস্টের অন্যতম দাতা। এছাড়াও আসছেন কাশি-অযোধ্যার বৈদিক গবেষকরা। থাকছেন বড় বড় নেতা-মন্ত্রীরাও। আর বিশিষ্টদের নিরাপত্তা প্রদানে এক কাট্টা হয়েছে পুলিশ-র‌্যাফ। ইতিমধ্য়ে প্রশাসনের তরফে ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্য়ে এক কোম্পানি রয়েছে বন্যা মোকাবিলা বাহিনী। ৫ কোম্পানি রয়েছে র‌্যাফ, ১৪ জন পুলিশ সুপার, ৩০ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৯০ জন সিও।

বাতিল হচ্ছে বুকিং

অযোধ্যায় বাতিল হচ্ছে আগাম বুকিং। তবে সবার নয়। মূলত বিশিষ্টদের স্বার্থে রাম মন্দির থেকে ২০০ মিটারের মধ্যে স্থিতু অতিথিশালা, হোমস্টেতে হওয়া সব আগাম বুকিং বাতিল করে দিতে বলেছে প্রশাসন। তবে যাঁরা আমন্ত্রিত, তাঁদের বুকিং থাকতে পারে বলে জানিয়েছে তাঁরা। প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ জানুয়ারি মূল মন্দিরের উদ্বোধন করা হয়। সেই প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর বছর পর অবশেষে শেষ হল রাম মন্দির সম্পূর্ণ নির্মাণের কাজ। তাই ধ্বজা উত্তোলনের মাধ্যমে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চায় মন্দির কর্তৃপক্ষ।