নয়া দিল্লি: যোগ্য পরীক্ষার্থীদের ৪৮ শতাংশই আর দিলেন না নিট-ইউজি পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে বেনজির অনিয়মের অভিযোগ ওঠার পর, সুপ্রিম আদেশে ‘গ্রেস মার্ক’ পাওয়া ১,৫৬৩ জন শিক্ষার্থীর জন্য, রবিবার (২৩ জুন) ফের নিট-ইউজি পরীক্ষার আয়োজন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)। ভুল প্রশ্নপত্র বিতরণ, ছেঁড়া ওএমআর শীট বিতড়রণ এবং অন্যান্য প্রশাসনিক কারণে যারা এই পরীক্ষায় লেখার সময় কম পেয়েছিল, তাদের সেই সময়ের ক্ষতিপূরণে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল।
এই গ্রেস মার্ক পাওয়া ১৫৬৩ জন ছাত্রছাত্রীই এদিন ফের নিট-ইউজি পরীক্ষা দিতে পারতেন। কিন্তু, এদিনের পরীক্ষার পর, এনটিএ জানিয়েছে, মাত্র ৮১৩ জন বা ৫২ শতাংশ ছাত্রছাত্রী এদিন ফের নিট-ইউজি পরীক্ষা দিয়েছেন। ৭৫০ জনই পরীক্ষা দেননি। ছত্তীসগড়, গুজরাট, হরিয়ানা, মেঘালয় এবং চণ্ডীগড়ের মোট সাতটি পরীক্ষাকেন্দ্রে এদিন ফের পরীক্ষা নেওয়া হল। এই ১৫৬৩ জন পরীক্ষার্থীকে বলা হয়েছিল, তাঁরা চাইলে নতুন রে পরীক্ষা দিতে পারেন। আর না-হলে গত ৫ মে যে পরীক্ষা দিয়েছিলেন তাঁরা, সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে গ্রেস মার্ক বাদ দিয়ে যে নম্বর হবে, সেটাই তাদের এই পরীক্ষায় প্রাপ্ত নম্বর হিসেবে ধরা হবে। ওই নম্বরের ভিত্তিতেই তাদের নাম তোলা হবে মেধা তালিকায়। আর নতুন রে যাঁরা পরীক্ষা দেবেন, তাঁদের নাম তোলা হবে নতুন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
রবিবার সন্ধ্যায় এনটিএ জানিয়েছে, চণ্ডীগড়ে দুজন পরীক্ষার্থী এদিনের পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য ছিলেন। কিন্তু তাঁদের কেউই পরীক্ষা দিতে আসেননি। ছত্তীসগড়ে এদিন পরীক্ষা দিতে পারতেন ৬০২ জন। কিন্তু, পরীক্ষা দিয়েছেন মাত্র ২৯১ জন। একইভাবে, হরিয়ানায় যোগ্য পরিক্ষার্থী ছিলেন ৪৯৪ জন, পরীক্ষা দিয়েছেন ২৮৭ জন। মেঘালয়ে পরীক্ষার্থীর মাত্র ৫০.৪৩ শতাংশ এদিন পরীক্ষা দিয়েছেন। ৪৬৪ জন যোগ্য পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৩০ জনই। গুজরাটে ১জন এদিন পরীক্ষা দিতে পারতেন, তিনি পরীক্ষা দিয়েছেন।
এনটিএ আরও জানিয়েছে, নিট-ইউজি ২০২৪ পরীক্ষায় অসদাচরণের জন্য, সারা দেশের ৬৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। এর মধ্যে রয়েছেন বিহারের ১৭ জন এবং গুজরাটের ৩০ জন। এই অনিয়মের সঙ্গে যদি এনটিএ-র কোনও কর্তা জড়িত থাকেন এবং এর পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র থাকলে, তারও তদন্ত হবে বলে জানিয়েছেন এনটিএ-র কর্তারা।