Maoists surrender: মূলস্রোতে ফিরতে আত্মসমর্পণ ৮ মাওবাদীর, পুনর্বাসনের আশ্বাস পুলিশের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 05, 2023 | 2:20 PM

Jharkhand: পুলিশ জানিয়েছে, মাওবাদীদের দলে নাম লেখানো কমবয়সিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে চায় ঝাড়খণ্ড সরকার। সে জন্য ইতিমধ্যেই বিভিন্ন পুনর্বাসন প্রকল্পও নেওয়া হয়েছে।

Maoists surrender: মূলস্রোতে ফিরতে আত্মসমর্পণ ৮ মাওবাদীর, পুনর্বাসনের আশ্বাস পুলিশের
আত্মসমর্পণ করা মাওবাদীরা

Follow Us

রাঁচী: পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন আট জন মাওবাদী। তাঁদের মধ্যে রয়েছে তিন জন মহিলাও। বুধবার রাঁচীর নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন ওই মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের সকলকে পুনর্বাসন দিয়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে। তাঁদের নামের একাধিক মামলাও রয়েছে বলে জানা গিয়েছে। খুন, দাঙ্গা লাগানো, হত্যার চেষ্টা করার মতো একাধিক ব্যাপারে মামলা রয়েছে তাঁদের নামে। পুলিশ জানিয়েছে, মাওবাদীদের দলে নাম লেখানো কমবয়সিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে চায় ঝাড়খণ্ড সরকার। সে জন্য ইতিমধ্যেই বিভিন্ন পুনর্বাসন প্রকল্পও নেওয়া হয়েছে। সেই প্রকল্পের অধীনেই আত্মসমর্পণ করা মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে।

পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা হলেন জয়রাম বদরা (২১)। জয়রামের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সরিতা ওরফে মুঙ্গলির (২০) বিরুদ্ধে রয়েছে ৬টি মামলা। ২১ বছরের সোমবারি কুমারীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। ২১ বছরের মার্তাম আঙ্গারিয়ার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। ১৮ বছরের তুঙ্গির পুর্তির বিরুদ্ধে রয়েছে একটি মামলা, ১৮ বছরের পাতর কোড়ার বিরুদ্ধে ২টি এবং কুশনু সিকরা ও সঞ্জু পূর্তির বিরুদ্ধেও একটি করে মামলা রয়েছে বলে জানা গিয়েছে।

মাওবাদীদের আত্মসমর্পণের বিষয়টি নিয়ে আইজি (অপারেশনস) অমল হোমকার বলেছেন, “রাজ্যকে নক্সাল মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগী ঝাড়খণ্ড সরকার। আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি বেশ কাজ দিচ্ছে। সিপিআই (মাওবাদী)দের অভ্যন্তরীন চাপ, ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসতে মাওবাদীদের অনেকেই আত্মসমর্পণ করতে চাইছেন। আত্মসমর্পণ করা মাওবাদী দলের আট সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য মিসির বেসরার অধীনে কাজ করতেন।” পুনর্বাসনের লক্ষ্যে আত্মসমর্পণকারী মাওবাদীদের ভোকেশনাল ট্রেনিংও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, ২০২২ সালে ঝাড়খণ্ড পুলিশ মাওবাদী দলের ৩৬ জন সদস্যকে গ্রেফতার করেছিল। এনকাউন্টারে ১১ জনের মৃত্যুও হয়েছিল। এর পাশাপাশি ৬২৫ কেজি বিস্ফোরক, ১৮৬টি অস্ত্র, ৯৯৭টি আইইডি এবং এক কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। ২০২২ সালের বিভিন্ন সময়ে পুলিশের করা অভিযানে এগুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

Next Article