কাঁচ ভেঙে ঝুলছিল দেহ, রক্তগঙ্গা রাস্তায়! বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 20, 2024 | 9:15 AM

Accident: স্থানীয় বাসিন্দারাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত বাস ও টেম্পোটিকে দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। বাস ও টেম্পোর ভিতর থেকে মোট ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন মহিলা, একজন পুরুষ ও ৫জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন।

কাঁচ ভেঙে ঝুলছিল দেহ, রক্তগঙ্গা রাস্তায়! বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮
দুর্ঘটনাগ্রস্ত বাস ও টেম্পোটি।
Image Credit source: TV9 ভারতবর্ষ

Follow Us

জয়পুর: রবিবার সাতসকালেই বীভৎস দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ বাস ও টেম্পোর। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১১ জন। এর মধ্যে ৮ জনই শিশু। জানা গিয়েছে, প্রাক-বিবাহ বা প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান থেকে বাসে করে ফিরছিলেন সকলে। হঠাৎই মুখোমুখি সংঘর্ষ হয় টেম্পোর সঙ্গে।

ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারি এলাকায়। ১১বি জাতীয় সড়ক দিয়ে আসছিল বাসটি। সুনিপুরের কাছে টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, বাসের যাত্রীরা সকলে বারি এলাকার বাসিন্দা। প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তারা। ফেরার পথে এমন বীভৎস দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত বাস ও টেম্পোটিকে দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। বাস ও টেম্পোর ভিতর থেকে মোট ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন মহিলা, একজন পুরুষ ও ৫জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, দুটি গাড়িই হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে স্লিপার কোচের চালক ও কন্ডাক্টরও রয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ডেপুটি জেলা কালেক্টর দুর্গা প্রসাদ মীনা, সার্কেল অফিসার মহেন্দ্র কুমার মীনা, বারি থানার স্টেশন ইনচার্জ বিনোদ কুমার ঘটনাস্থলে যান।

Next Article