৮০০ কেজি গোবর চুরি! অভিযোগ জমা পড়ল থানায়

arunava roy |

Jun 20, 2021 | 11:54 PM

কামহান সিং নামের এক গ্রামবাসী (Villager) থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসন।

৮০০ কেজি গোবর চুরি! অভিযোগ জমা পড়ল থানায়
প্রতীকী ছবি

Follow Us

কোবরা: আজব ঘটনার সাক্ষী থাকল ছত্তীসগড় (Chhattisgarh)। সোনা রুপো হিরে বা দামি কোনও জিনিস নয়, চুরি গেল ৮০০ কেজি গোবর (Cow Dung)। এই নিয়ে অভিযোগও জমা পড়ল থানায়। ঘটনাটি ঘটেছে কোরিয়া জেলার রোঝি গ্রামে। চোকরে খুঁজতে শুরু করেছে পুলিশ। ওই এলাকায় এখন গোবরের বাজার মূল্য ২ টাকা। সেই হিসেবে ৮০০ কেজি গোবরের দাম ১৬ হাজার টাকা।

ঘটনায় অবাক অনেকেই। কামহান কুমার সিং নামের এক গ্রামবাসী থানায় অভিযোগ দায়ের করেছেন। গোবর চুরির ঘটনা এর আগে ঘটেছে কিনা তা নিয়ে সন্দেহ! কামহান সিং গৌথান সমিতির প্রধান। তার অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসন। তিনি জানিয়েছেন, ৮০০ কেজি গোবর জমা করে রাখা হয়েছিল এক জায়গায়। পরের দিন দেখা যায় গোবর উধাও।

এরপর ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় কোবরা এলাকায়। ছত্তীসগড়ে ‘গোধন ন্যায় যোজনা’ চালু হওয়ার পর থেকেই অনেকে গোবর বিক্রির কারবার করেন। বাজারি মূল্য ১৬ হাজার টাকা হওয়ার কারণেই এফাইআর দায়ের হয়েছে থানায়। অভিযুক্তদের খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: এমনও সম্ভব! মাত্র ২৮ ঘণ্টায় ১০ তলা বিল্ডিং

Next Article