Army Jawan Death: রাস্তা থেকে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৯ জওয়ানের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 19, 2023 | 9:48 PM

Ladakh: কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে পিছলে খাদে গিয়ে পড়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সেনার ওই গাড়িতে মোট ১০ জন জওয়ান ছিলেন।

Army Jawan Death: রাস্তা থেকে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৯ জওয়ানের
প্রতীকী ছবি।

Follow Us

লে: লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি পড়ল রাস্তা ধারে গভীর খাদে। সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনাই জানিয়েছে,  এই দুর্ঘটনার জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। লে থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেনার একটি কনভয় লে থেকে নয়োমা যাচ্ছিল বলে সেনার তরফে জানানো হয়েছে। কিয়ারিতে ঢোকার ৭ কিলোমিটার আগে পিচ্ছিল রাস্তা থেকে কনভয়ের একটি গাড়ি পিছলে খাদে গিয়ে পড়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সেনার ওই গাড়িতে মোট ১০ জন জওয়ান ছিলেন। তার মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে এবং এক জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। সেখানে উদ্ধার কাজ চলছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতীয় সেনার একটি গাড়ি লে থেকে নয়মা যাচ্ছিল। কনভয়ের মধ্যে একটি গাড়ি রাস্তা থেকে স্লিপ করে খাদে গিয়ে পড়ে। কিয়ারি থেকে ৭ কিলোমিটার দূরে শনিবার পৌনে ৬ থেকে ৬ টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১০ জন ছিলেন। তার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এক জন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এই ঘটনার খবর ছড়াতেই শোক প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিয়াল। টুইটে তিনি লিখেছেন, “লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সাহসী সেনা জওয়ানদের মৃত্যুতে আমি শোকাহত। মৃতদের পরিবারের পাশে কঠিন সময়ে থাকতে হবে। আহতের আরোগ্য কামনা করি।”

Next Article