লখনউ: একই পাড়ায় বসবাস। প্রায় পাশাপাশিই বাড়ি। মাঝেমধ্যেই খেলতে খেলতে বাড়ির সামনে চলে আসত ৯ বছরের নাবালিকা। সেখান থেকেই তাঁর উপরে কুনজর পড়ে পাড়ার দুই কিশোরের। ব্যস, আর কী, এরপর থেকেই অপেক্ষা করছিল একটা সুযোগের। অবশেষে পেয়ে গেল সেই সুযোগও। প্রতিবেশীদের কাছ থেকেই কানে গিয়েছিল, ওই নাবালিকার পরিবার কোনও একটি কাজে বাইরে যাচ্ছে, বাড়িতে একা থাকবে নয় বছরের নাবালিকা। এই সুযোগকেই কাজে লাগিয়ে বাড়িতে ঢুকে পড়ল দুই কিশোর। শুরু হল যৌন হেনস্থা। বাধা দিতেই কিশোরীকে ধর্ষণ করল দুইজন মিলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মথুরায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ (Physical Assault) করে দুইজন। অভিযুক্ত দুইজনই নাবালক বলে জানা গিয়েছে। ওই নাবালিকাকে ব্ল্যাকমেইল (Blackmail) করতে গোটা ঘটনার ভিডিয়োও রেকর্ড করে রাখে অভিযুক্তরা, এমনটাই জানা গিয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার আত্মীয়দের অভিযোগের ভিত্তিতেই ওই দুই কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিত ওই নাবালিকাকেও মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট এলেই ধর্ষণের বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে।
নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। ওই সময় বাড়িতে একা ছিল নয় বছরের নাবালিকা। এমন সময়ই অভিযুক্ত কিশোর তাঁর বন্ধুকে নিয়ে আসে। তাঁরা একই পাড়ায় থাকায় আগে থেকে চিনত ওই নাবালিকা। নানা অছিলায় অভিযুক্ত দুই কিশোর বাড়ির ভিতরে ঢোকে। এরপরে ওই নাবালিকার সঙ্গে অভব্য আচরণ শুরু করে। নাবালিকা বাধা দিলে, তাঁকে একে একে ধর্ষণ করে দুইজন।
নাবালিকা যাতে ধর্ষণের ঘটনা কাউকে না জানায়, তার জন্য অভিযুক্তরা গোটা অপরাধের ভিডিয়ো রেকর্ডিং করে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে নাবালিকা চুপ থাকলেও, পরিবারের সদস্যরা ফিরতেই অসুস্থ হয়ে পড়ে সে। এরপরই জিজ্ঞাসা করা হলে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা, সমস্ত ঘটনা পরিবারের লোকজনেদের জানায়। এরপরই রবিবার পরিবারের সদস্যরা অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেই জানা গিয়েছে।