Ashwini Vaishnaw: দেশে ব্যবহৃত মোবাইলের ৯৯.২ শতাংশ উৎপাদন হয় ভারতেই, হোসুরে বললেন অশ্বিনী বৈষ্ণব
iPhone Plant: অশ্বিবী বৈষ্ণব জাানন, গত সাড়ে ৯ বছরে দেশ সেই জায়গায় পৌঁছতে পেরেছে, যেখান থেকে ইলেট্রনিক্স সামগ্রী তৈরির শিখর ছোঁয়ার স্বপ্ন দেখা যায়। এ প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, "১০ বছর আগে ভারতে ব্যবহৃত ৯৮ শতাংশ মোবাইল ফোনই বাইরে থেকে আমদানি করা হতো। বর্তমান দেশেই তৈরি হয় ব্যবহার করা মোবাইল ফোনের ৯৯.২ শতাংশ।"
বেঙ্গালুরু: হোসুরে তৈরি হচ্ছে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট। সোমবার এই টাটা আইফোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি ঘুরে দেখেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, গত বছরে দেশে মোবাইল ইন্ডাস্ট্রির উত্থানের ছবিটা কীরকম। অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারতে ব্যবহৃত মোবাইল ফোনের ৯৯.২ শতাংশই উৎপাদন হয় দেশে।
অশ্বিবী বৈষ্ণব জানান, গত সাড়ে ৯ বছরে দেশ সেই জায়গায় পৌঁছতে পেরেছে, যেখান থেকে ইলেট্রনিক্স সামগ্রী তৈরির শিখর ছোঁয়ার স্বপ্ন দেখা যায়। এ প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, “১০ বছর আগে ভারতে ব্যবহৃত ৯৮ শতাংশ মোবাইল ফোনই বাইরে থেকে আমদানি করা হত। বর্তমান দেশেই তৈরি হয় ব্যবহার করা মোবাইল ফোনের ৯৯.২ শতাংশ। নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির এটাই সাফল্য।”
Met Mobile industry to review progress. 📱Industry has grown 20 times in 9 years.
👉2014: 78% import dependent 👉2023: 99.2% of all mobiles sold in India are ‘Made In India’. pic.twitter.com/SxUeDwNjsn
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) November 25, 2023
একইসঙ্গে মন্ত্রী বলেন, দেশে বৈদ্যুতিন সামগ্রী তৈরির হার বেড়েছে, মোবাইল প্রস্তুতকারক শিল্পও যথেষ্ট ভাল স্থানে এই মুহূর্তে। গত ৯ বছরে এই শিল্পের প্রসার ২০ গুণ বেড়েছে। এই ইন্ডাস্ট্রিতে সরাসরি কর্মসংস্থান হয়েছে আড়াই লক্ষ মানুষের।