Delhi: দাঁড়িয়ে ছিল ৩ শিশু, দ্রুতগতিতে এসে ফুটপাতে উঠল গাড়ি, CCTV-তে ধরা পড়ল হাড়হিম করা ছবি

দ্রুতগতিতে আসা গাড়িটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। তারপরই ফুটপাতে দাঁড়িয়ে থাকা তিন শিশুকে ধাক্কা দেয়।

Delhi: দাঁড়িয়ে ছিল ৩ শিশু, দ্রুতগতিতে এসে ফুটপাতে উঠল গাড়ি, CCTV-তে ধরা পড়ল হাড়হিম করা ছবি
দিল্লির রাস্তার ফুটপাতে উঠে এল গাড়ি। ছবি সৌজন্য: টুইটার।

| Edited By: Sukla Bhattacharjee

Dec 18, 2022 | 6:55 PM

নয়া দিল্লি: হিট অ্যান্ড রান! রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছিল তিন শিশু। হঠাৎ করেই দ্রুত গতিতে আসা একটি মারুতি গাড়ি একেবারে উঠে গেল ফুটপাতে। গাড়ির চাকায় পিষ্ট হল ফুটপাতে দাঁড়িয়ে থাকা তিন শিশু। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির গুলাবিবাগ এলাকায়। গোটা ঘটনাটি এলাকার সিসিটিভিতে ধরা পড়েছে।

পুলিশ জানায়, দিল্লির প্রতাপনগরের বাসিন্দা গাজেন্দ্রর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে তিন শিশু। তাদের বয়স যথাক্রমে ১০ বছর, ৬ বছর এবং ৪ বছর। নিয়ন্ত্রণ হারিয়েই গজেন্দ্রর গাড়িটি ফুটপাতে চলে আসে এবং সেই গাড়ির ধাক্কায় তিন শিশু গুরুতর আহত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। আহত শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তারা বিপন্মুক্ত। ঘটনায় ইতিমধ্যে গজেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুর্ঘটনাটি ঘটে সকাল ন’টা নাগাদ। সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে, উত্তর দিল্লির গুলাবি বাগের লীলাওয়াতি স্কুলের পাশ দিয়ে মারুতি ব্রিজা গাড়ি নিয়ে আসছিলেন গজেন্দ্র। তিনি নিজেই চালকের আসনে ছিলেন। দ্রুতগতিতে আসা গাড়িটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। তারপরই ফুটপাতে দাঁড়িয়ে থাকা তিন শিশুকে ধাক্কা দেয় গজেন্দ্রর গাড়ি। গুরুতর আহত হয় তিন শিশু। স্থানীয় বাসিন্দারাই তাদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে, গজেন্দ্রর গাড়ি ধরে বিক্ষোভ দেখায় এবং পুলিশে খবর দেয়। তারপর পুলিশবাহিনী ঘটনাস্থলে এলে এলাকাবাসীই গজেন্দ্রকে পুলিশের হাতে তুলে দেন।

গজেন্দ্র মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ এক প্রত্যক্ষদর্শীর। তাঁর কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গজেন্দ্রকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।